promotional_ad

সরফরাজদের ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত বছরের জুন মাসে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। স্মরণীয় সেই জয়টি আজও স্মৃতির মণিকোঠায় জ্বলজ্বলে হয়ে আছে পাকিস্তানিদের। কিন্তু দুঃখের বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফির সেই পারফর্মেন্সের ছিটেফোঁটাও চলমান এশিয়া কাপে দেখাতে পারছে না সরফরাজ আহমেদের দল।


চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এই টুর্নামেন্টে টানা দুইটি ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হতে হয়েছে পাকিস্তানকে। গ্রুপ পর্বে ৮ উইকেটে পরাজিত হওয়ার পর সুপার ফোরে ৯ উইকেটের হার সরফরাজ বাহিনীকে একেবারে কোণঠাসা করে তুলেছে। দলটির সমালোচনায় মুখর হয়ে আছেন সাবেক ক্রিকেটাররাও। কিংবদন্তি পেস তারকা ওয়াসিম আকরাম তো রীতিমত ধুয়ে দিয়েছেন তাদের। 


তিনি জানিয়েছেন ভারতের কাছে এভাবে পরাজিত হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেই জয়ের স্মৃতি ভুলে যাওয়াটাই শ্রেয় পাকিস্তানিদের। ভিরাট কোহলি বিহীন দলের বিপক্ষেও এমন পারফর্মেন্স আসলেই মানতে পারছেন না আকরাম। তিনি বলেছেন,  



promotional_ad

'এই পরাজয়গুলো অন্তত পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি থেকে বের করে আনবে। এখানে চ্যাম্পিয়ন্স ট্রফির কোন সম্পৃক্ততা নেই যেটি এসেছিল দেড় বছর আগে। ভারতের প্রধান ক্রিকেটার ভিরাট কোহলি পর্যন্ত এশিয়া কাপে খেলতে আসেনি, কিন্তু এরপরেও পাকিস্তান এভাবে হারছে। আল্লাহ্‌ জানেন সামনে কি ঘটতে যাচ্ছে।'


আকরামের সময়কালে পাকিস্তানের বিপক্ষে খেলতে অনেকটাই চাপের মুখে থাকত ভারত। কেননা তখনকার দলটিতে ছিলেন ওয়াকার ইউনুস, সাইদ আনোয়ারদের মতো বিশ্বসেরা ক্রিকেটাররা। কিন্তু সেই যুগ পার হয়ে গিয়েছে অনেক দিন আগেই বলে মনে করেন আকরাম। বর্তমানে ৯০ দশকের ভারতের মতোই অবস্থা হয়েছে পাকিস্তানের উল্লেখ করে তিনি বলেন,  


'আমরা এর আগে যখন ভারতের বিপক্ষে খেলতাম তখন তারা চাপের মুখে থাকত। বর্তমানে পাকিস্তান বুঝতে পারছে ৯০ এর দশকে ভারতের অবস্থা কিরূপ ছিল। খেলায় জয় পরাজয় থাকবেই, কিন্তু সেখানে অন্তত কিছুটা লড়াই আশা করা যায়।' 


অবশ্য পাকিস্তান দলকে এই অবস্থা থেকে উঠে আসার জন্য একটি উপায় বাতলে দিয়েছেন কিংবদন্তী এই ক্রিকেটার। জানিয়েছেন এর জন্য র‍্যাংকিংয়ের ওপরে থাকা দলগুলোর বিপক্ষে তাদের মাটিতে বেশি খেলতে হবে সরফরাজদের। তিনি বলেন,



'আমাদের র‍্যাংকিংয়ের নিচে থাকা দলের বিপক্ষে কম খেলা দরকার। জিম্বাবুয়ে গিয়ে ৫টি ওয়ানডে, তিনটি টি টুয়েন্টি খেলে পাকিস্তান দল কি লাভ করবে? কিছুই না। তাঁরা সেখানে যাবে এবং রান করবে, ডাবল সেঞ্চুরি হাঁকাবে। কিন্তু তাঁরা যখন ভাল বোলিং করবে ভাল দলের বিপক্ষে তখন তাঁরা চাপের মুখে থাকবে। আমাদের দলের শক্তি আরও বৃদ্ধি করতে হবে এবং ভাল দলের বিপক্ষে তাদের মাটিতে খেলতে হবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball