পাকিস্তানকে ফাইনালে দেখতে চান শোয়েব আখতার

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
বুধবার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চলমান এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিবে পাকিস্তান। ভারতের বিপক্ষে ৯ উইকেটে হারের পর বাংলাদেশের ম্যাচের আগে এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুইবারের দেখায় দুইবারই হেরেছে পাকিস্তান। কিন্তু সাবেক এই ফাস্ট বোলার আশাবাদি ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে তাঁর দল।

হংকং এবং আফগানিস্তানের বিপক্ষে জিতলেও ভারতের বিপক্ষে দুই ম্যাচের হতাশাজনক পারফর্মেন্স করেছে মিকি আর্থারের শিষ্যরা। আর এমন সময়ে পাকিস্তানের পাশে থাকবেন বলেও জানান শোয়েব।
'আমি এখনও পাকিস্তানকে নিয়ে আশাবাদী যে তাঁরা ফাইনাল খেলবে। দলের এখন যে অবস্থা সবাই তাদের পারফর্মেন্সে অবশ্যই হতাশ হয়েছে।
কিন্তু আমি দলটির পাশে আছি, সরফরাজদের এখন অনেক পরিশ্রম করতে হবে। আমি আশাবাদী তাঁরা ফাইনাল খেলবে।'
এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়ার লক্ষ্যে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ। দু দলের জন্য বাঁচা মরার এই ম্যাচে জয়ী দল শুক্রবার ফাইনালে লড়বে ভারতের বিপক্ষে।