'মাশরাফি ভাই বলেছিলেন জিতিয়ে দে'

ছবি: মুস্তাফিজুর রহমান

|| ডেস্ক রিপোর্ট ||
আবুধাবির প্রচণ্ড গরমে পানিশূন্যতা, ক্র্যাম্প। শরীর যেন চলছিল না মুস্তাফিজের। তারপরও শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন এই টাইগার পেসার। মুস্তাফিজ জানিয়েছেন, অধিনায়ক মাশরাফি তাকে জয় পাইয়ে দেয়ার জন্য উজ্জীবিত করেছেন।
"শেষ ওভারে যথন ৮ রান বাকি ছিল, মাশরাফি ভাই এটাই বলছিল যে, ‘আমরা অনেকবার ৮-৯ রান করতে গিয়ে হেরেছি। আজকে তুই জিতিয়ে দে।’ ভাই বলার সময় ভালো লাগছিল। পারতেছিলাম না (ক্র্যাম্প নিয়ে) শরীর নিয়ে, তবুও চেষ্টা করলাম যে কপালে থাকলে হবে। পাশে অপু ভাই ছিল, ভাইও বলছিল যে পারবি। আমি বললাম যে, ‘কপালে থাকলে হবে, না হলে নাই।"

বাংলাদেশ এর আগেও শেষ ওভারে ৮-৯ রানের সমীকরণে হেরেছে। তবে প্রায় সবই ব্যাটিংয়ে। এটাই অনুপ্রাণিত করেছিল মাশরাফিকে। আর তার কথায় অনুপ্রাণিত হয়েই কোনো কিছু চিন্তা না করে ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ওভার করেছেন মুস্তাফিজ।
দ্বিতীয় স্পেলে বল করতে এসেই পেশীতে টান পড়েছিল মুস্তাফিজের। তবে ক্র্যাম্প নিয়েই স্নায়ু যুদ্ধের শেষ ওভার করেছেন এই পেসার। আফগানদের তখন প্রয়োজন ছিল ৮ রান। মুস্তাফিজ ওই ওভার থেকে দেন মাত্র ২ রান। লেগ বাই থেকে আসে আরও ২ রান।
মাঝে ফিরিয়েছেন রশিদ খানকে। আর তাতেই ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। মুস্তাফিজ বলেছেন, নিজের উপর বিশ্বাস নিয়েই তিনি শেষ ওভারে করেছিলেন।
"গোল বলের কোনো বিশ্বাস নাই। ওপরওয়ালা সহায় থাকলে হবে। শেষ ওভারে কুড়ির ওপরে থাকলে ঠিক আছে। কিন্তু ২০ পর্যন্ত থাকলে কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে নিতে পারে। আমার চেষ্টা ছিল, নিজের ওপর বিশ্বাস ছিল। আর ভালো সময় গেছে। এই আর কী।"