promotional_ad

'দশবারে আটবারই জেতাবে মুস্তাফিজ'

মুস্তাফিজুর রহমান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের বিপক্ষে ৩ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ দল। শেষ ওভারে বাংলাদেশের জয়ের নায়ক পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের বাইরে থাকা পেসার তাসকিন আহমেদ মনে করেন এমন পরিস্থিতিতে দশবার এর মধ্যে আটবারই সফল হবেন মুস্তাফিজ।


তাসকিন বলেছেন, ‘মনে-প্রাণে বিশ্বাস করছিলাম মুস্তাফিজ পারবে। কেননা ব্যাটসম্যান ওই সময় চাইবে মারতে, আর মুস্তাফিজের কাটার এমন, যদি কেউ মারার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকে তাহলে খেলা খুব কঠিন। আমি মনে করি মুস্তাফিজ ওই মাপেরই একজন বোলার। ওকে আপনি ওরকম দশটা সুযোগ বা পরিস্থিতি দেন, আটটাতেই জিতিয়ে দেবে।’


promotional_ad

শেষ ওভারে আফগানদের দরকার ছিল ৮ রান কিন্তু মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়ে টাইগারদের ৩ রানে নাটকীয় জয় পাইয়ে দেন মুস্তাফিজ।  এই জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে মাশরাফি বিন মর্তুজার দল।


সোমবার মিরপুরের একাডেমি মাঠে ঢাকা মেট্রোর অনুশীলন শেষে তাসকিন একথা জানিয়েছেন। আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় লীগ। সেখানে ঢাকা মেট্রোর হয়ে অংশ নেবেন তাসকিন। তাসকিনদের সঙ্গে অনুশীলন করছেন সদ্যই ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সাবেক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এই ক্রিকেটারও জানিয়েছেন তার আস্থা ছিল মুস্তাফিজের উপর।


‘আস্থা ছিল। আমি পুরো খেলাটাই দেখেছি। ব্রেট লি ধারাভাষ্য দিচ্ছিল, তারও বিশ্বাস ছিল মোস্তাফিজ ৮ রান ডিফেন্ড করতে পারবে। আমারও আস্থা ছিল। তবে সহজ হবে না জানতাম। কারণ আমরা এ ধরণের পরিস্থিতিতে ২-৩ বার সফল হতে পারিনি। অসাধারণ বোলিং করেছে মোস্তাফিজ। ওর কাছে এমন কিছুই আশা করে দেশের মানুষ, মোস্তাফিজ ভিন্ন কিছু করবে।’


এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে বুধবার পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আশরাফুল মনে করেন আফগানদের বিপক্ষে জয়টি পাকিস্তানের বিপক্ষে অনুপ্রেরণা যোগাবে। আর পাকিস্তানের বিপক্ষে জয়টা অসম্ভব না বলেও জানিয়েছেন তিনি।


‘বাংলাদেশ দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস পাওয়া দরকার ছিল। শেষ ম্যাচের জয়টা আত্মবিশ্বাস যোগাবে। আমি মনে করি পাকিস্তানের বিপক্ষে জেতা সম্ভব। বোলিং ইউনিট খুব ভালো আছে। যদি ব্যাটসম্যানরা একটু স্মার্ট ক্রিকেট খেলতে পারে তাহলে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball