ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন শাহজাদ

ছবি: আহমেদ শাহজাদ

|| ডেস্ক রিপোর্ট ||
আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান আহমেদ শাহজাদকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে চলতি এশিয়া কাপে। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো এই বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বিষয়টি তদন্ত করছে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট।
মূলত, আসন্ন আফগান প্রিমিয়ার লীগে ম্যাচ পাতানোর জন্য শাহজাদকে অফার দেয়া হয়েছিল। যদিও এই আফগান উইকেটরক্ষক বিষয়টি দ্রুতই টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। সব নিয়ম মেনেই ব্যবস্থা নেয়া হয়েছে।

আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, "এশিয়া কাপ চলাকালে এই প্রস্তাব দেয়া হয়েছে কিন্তু তাদের (আফগান টি-টুয়েন্টি লীগ) নিজেদের টি-টুয়েটি লীগের জন্য। শনিবার বিষয়গুলো সঠিক মাধ্যমে জানানো হয়েছে এবং দুর্নীতি বিরোধী ইউনিট বিষয়টির তদন্ত করছে।"
আফগানিস্তান টি২০ লীগে পাকতিয়ার হয়ে খেলার জন্য নাম লিখিয়েছেন আহমেদ শাহজাদ। যে দলের হয়ে ব্র্যান্ডন ম্যাককালাম, ক্রিস গেইল ও শহীদ আফ্রির খেলার কথা রয়েছে।
গত সোমবার দুবাইয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধাণ অ্যালেক্স মার্শাল জানিয়েছেন গত ১২ মাসে পাঁচজন আন্তর্জাতিক অধিনায়ক ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন।
অ্যালেক্স মার্শালের ভাষ্যমতে, "গত ১২ মাসে ৩২ টি তদন্ত হয়েছে, আটজন খেলোয়াড়কে সন্দেহভাজন হিসাবে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে দলগুলোর সাথে জড়িত পাঁচজন অন্তর্ভুক্ত। এদের মধ্যে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেটার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন।"