অধিনায়কের টোটকাতে সফল ইমরুল

ছবি: ইমরুল কায়েস

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের শেষ চারে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ সামনে রেখে দেশ থেকে উড়িয়ে নেয়া হয়েছে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। আফগানদের বিপক্ষে খেলতে নেমেই অসাধারণ এক ইনিংস খেলেছেন ইমরুল। এই ক্রিকেটার জানিয়েছেন অধিনায়কের বার্তাতেই দলের জন্য খেলেছেন তিনি।
"আমাকে মাশরাফি ভাই বলেছিল, তুই যদি শুধু খেলার জন্য খেলতে চাস তাহলে পারফর্ম করতে পারবি না, তুই যদি দলের জন্য ভাল কিছু করতে চাস, তাহলে ভাল করতে পারবি। আমি সবসময় সেই চেষ্টাই করেছি।"

৯ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বারের মত ৬ নম্বরে খেলেছেন ইমরুল। এই জায়গায় নতুন হলেও খেলেছেন দায়িত্বশীল এক ইনিংস। ৮৭ রানে ৫ উইকেট হারানো দলকে উদ্ধার করলেন মাহমুদউল্লাহর সঙ্গে ১২৮ রানের রেকর্ড জুটিতে। এরপর অপরাজিত ছিলেন ৭২ রানে।
ইমরুল জানিয়েছেন তিনি পরিস্থিতি বুঝে খেলেই সফল হয়েছেন, "আমি ছয় নম্বরে আমার জীবনে প্রথম বারের মত খেললাম। আমি অবস্থাটা ভাল বুঝেছিলাম। আমার শুরুতে সময় নিয়ে খেলতে হত। ইনিংসটা বড় করতে হত।"
দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে রাজি ইমরুল। তিনি জানিয়েছেন দলের ম্যানেজমেন্ট যেখানেই চাইবে সেখানেই খেলতে পারবেন তিনি। পজিশন নিয়ে এখন আর কোনো চিন্তা নেই।
"আমার কোন সমস্যা নেই। টিম ম্যানেজমেন্ট যেখানে চাইবে সেখানে খেলতে পারব। এটা নিয়ে ভাবছি না।"