আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে- ম্যাথিউস

ছবি: অ্যাঞ্জেলো ম্যাথিউস, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের পরিবর্তে উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্দিমালের কাঁধে তিন ফরম্যাটের অধিনায়কত্বভার তুলে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
মূলত এশিয়া কাপে ভরাডুবির পরেই এরূপ সিদ্ধান্ত নিয়েছে তারা বলে জানা গেছে। আর বোর্ডের এই সিদ্ধান্তে যারপরনাই মনক্ষুণ্ণ হয়েছেন ম্যাথিউস। এশিয়া কাপে খারাপ পারফর্মেন্সের দায়ভারের পুরোটাই তাঁর ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

অধিনায়কের পদ থেকে এভাবে হটিয়ে দেয়াকে অপমান হিসেবেও দেখছেন ৩১ বছর বয়সী এই লঙ্কান। এই ব্যাপারে এসএলসির কাছে একটি চিঠিও দিয়েছেন ম্যাথিউস। যেখানে তিনি লিখেছেন,
‘এশিয়া কাপে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার খারাপ পারফর্মেন্সের জন্য আমাকেই শুধু বলির পাঁঠা বানানো হয়েছে। আমি দোষ মাথায় নিতে রাজি আছি, কিন্তু আমার নিজেকে প্রতারিত এবং নিচু মনে হচ্ছে যেন সকল কিছুর জন্য আমিই দায়ী।'
দলের প্রয়োজন না থাকলে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। ম্যাথিউস লিখেছিলেন, 'যদি নির্বাচকেরা এবং কোচ মনে করেন যে আমি ওয়ানডে এবং টি টুয়েন্টির জন্য ফিট নই এবং পুরো দলের জন্যই আমার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি ওয়ানডে এবং টি টুয়েন্টি ফরম্যাট থেকে অবসরের কথা বিবেচিনা করব যেহেতু আমি দলের জন্য কোন বাঁধা হয়ে দাঁড়াতে চাই না।'