ঠাণ্ডা মেজাজের খুনি মুস্তাফিজঃ মাঞ্জরেকার

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ঠাণ্ডা মেজাজের খুনি বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরকার। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়ের পর এই মন্তব্য করেন তিনি।
আফগানিস্তানের জয়ের জন্য ৬ বলে ৮ রানের প্রয়োজন ছিল। সেখান থেকে দলকে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে ব্যর্থ হন আফগান ব্যাটসম্যানরা। আর এখানেই অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আফগানিস্তান দল।
সেই সঙ্গে তারা মানসিক ভাবে বাড়তি চাপ নিতে পারেনি বলেও জানিয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার। তবে শেষের দিকে মুস্তাফিজ ঠাণ্ডা মেজাজে বোলিং করেছে বলেই জিতেছে বাংলাদেশ।

'চাপের মধ্যে রান তাড়া করা সহজ নয়, এখানেই অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আফগানিস্তান। যদি তিন-চার রান প্রয়োজন হত, বেশি উইকেট না হারিয়ে তারা সেটা করে ফেলতে পারতো।
কিন্তু যখনি ছয় রানের উপরে তাদের দরকার হয়েছে তারা চাপটা সামাল দিতে পারেনি। এসময় মানসিকতা ঠাণ্ডা রাখতে হবে আপনাকে। মুস্তাফিজ সেটাই করতে পেরেছে। আমি বলবো মুস্তাফিজের ঠাণ্ডা মানসিকতার কাছেই হেরেছে আফগানিস্তান।'
এদিকে অসাধারণ বোলিংয়ের জন্য মুস্তাফিজকে পুরো কৃতিত্ব দিয়েছেন ভারতের সাবেক পেসার অজিত আগারকার। তার মতে স্নায়ুচাপ ধরে রাখতে পেরেছিলেন ফিজ। যেকারণে সে সফল হয়েছে।
'মুস্তাফিজকে কৃতিত্ব দিতেই হবে। দারুন বোলিং করেছে সে। এই সময় স্নায়ুচাপ ধরে রাখা কঠিন। কিন্তু সে ধরে রাখতে সক্ষম হয়েছে বলেই বাংলাদেশ জিতেছে।'
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে তৃতীয় বারের মত ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মাশরাফিরা। বুধবার ফাইনালে যাওয়ার মিশনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন তারা।