ইমরুল কেন ছয়ে, জানালেন রিয়াদ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
রশিদ খানকে সামাল দেয়ার জন্যই ইমরুল কায়েস এবং সাকিব আল হাসানকে নীচে খেলানো হয়েছে। ম্যাচ শুরুর আগেই দলের টিম ম্যানেজম্যান্টের গেম প্ল্যানের মধ্যেই ছিল যে ইমরুলকে মিডেল অর্ডারের দায়িত্ব দেয়া হবে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমরুল কেন মিডেল অর্ডারে খেলেছেন সেই ব্যাপারে ব্যাখ্যা দেন মাহমুদুল্লাহ রিয়াদ। জানিয়েছেন, একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে মিডেল অর্ডারে দারুন খেলায় ইমরুলের ইনিংসটি ছিল অসাধারণ।
সেই সঙ্গে দশ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা ছিল তার। এসব বিষয় চিন্তা করেই অভিজ্ঞ ইমরুলকে মিডেল অর্ডারের দায়িত্ব তুলে দেয়া হয়েছিল।

'আমাদের প্ল্যানের মধ্যেই ছিল ইমরুলকে নীচে খেলানোর ব্যাপারটি। ইমরুল অভিজ্ঞতা সম্পন্ন হওয়ায় তাকে দিয়েই এই প্ল্যান কার্যকর করা সহজ ছিল। ম্যাচের আগের দিন সে এখানে এসে এই গরমে এমন ইনিংস খেলে সে তার অভিজ্ঞতার পরিচয় দিয়েছে।
তার জন্য আমি সত্যি অনেক আনন্দিত। আর সে কোনদিন ছয় নম্বর পজিশনে খেলে নি। একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে এই পজিশনে তার ইনিংসটি সত্যি অসাধারণ ছিল।'
এদিকে দলের বিপদে ইমরুলের সঙ্গে ১২৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করেছেন রিয়াদ। আর রিয়াদ নিজেই জানিয়েছেন, চাপের মধ্যে খেলা উপভোগ করেন তিনি।
'আমি চাপে থেকে খেলতে উপভোগ করি। আর এই ইনিংস দিয়ে আমি স্বরূপে ফিরেছি সেই সঙ্গে দলেরও লাভ হয়েছে। চাপ সামাল দেয়ার জন্য আপনাকে রাস্তা রাস্তা খুঁজে বের করতে হবে। কোন না কোন পথ আপনি পেয়েই যাবেন।'
দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা হয়েছে ইমরুল কায়েসের। আর এই নতুন অভিজ্ঞতার দিনে ৭২ রানের অসাধারণ ইনিংস খেলে নিজেকে দারুন ভাবে প্রমান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।