চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত

ছবি: দুই সেঞ্চুরিয়ান রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। আগে ব্যাট করে ভারতকে ২৩৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো পাকিস্তান। কিন্তু দুই ওপেনারের সেঞ্চুরির পর মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গিয়েছে ভারত।
আগের দিনের সাংবাদিক সম্মেলনে পাক ওপেনার ইমাম উল হক বলেছিলেন, দুই ভারতীয় ওপেনারের দিকেই তাদের নজর। দশ ওভারের মধ্যেই তাদের ড্রেসিং রুমে পাঠানোর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন ইমাম।
কিন্তু পাকিস্তানের যেখানে ভয়, সেটিই সত্য হল। রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান, দুই ভারতীয় ওপেনারই পেয়েছেন সেঞ্ছুরি। ধাওয়ান ফিরেছেন ১০০ বলে ১১৪ রানের ইনিংস খেলে (১৬ টি চার ও দুটি ছয়ের সাহায্যে)।
অপরদিকে রোহিত শর্মা অপরাজিত ছিলেন ১১১ রানে (সাতটি চার ও চারটি ছক্কায়)। এই দুজনের সেঞ্চুরিতেই ৬৩ বল হাতে রেখে বড় জয় পেয়েছে ভারত।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শোয়েব মালিকের ৭৮ রানের ইনিংসের কল্যাণে ২৩৭ রান তুলতে পেরেছে পাকিস্তান। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। ৫৮ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় তাদের।
এরপরেই হাল ধরেন সরফরাজ আহমেদ এবং শোয়েব মালিক। দুজনে মিলে গড়েন ১০৭ রানের জুটি। ৪৪ রানে সরফরাজ আউট হলে মালিককে সঙ্গ দেন আসিফ আলি। তার ব্যাট থেকেও আসে ৩০ রান। এরপরে আর বেশি রান আনতে পারেনি পাকিস্তানের ফিনিশাররা।
শেষমেশ ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৭ রানেই থামতে হয় তাদের। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব এবং যুবেন্দ্র চাহাল দুইটি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
পাকিস্তানঃ- ২৩৭/৭ (৫০ ওভার) (টস)
(মালিক ৭৮, সরফরাজ ৪৪; বুমরাহ ২/২৯, যাদব ২/৪১, চাহাল ২/৪৬)
ভারতঃ- ২৩৮/১ (৩৯.৩ ওভার)
(ধাওয়ান ১১৪, রোহিত ১১১*)