বাড়তি স্পিনার নিয়ে নেমেছে মাশরাফিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।

এর আগে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে লড়েছিল মাশরাফিরা। সেই ম্যাচে অবশ্য পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।
তাই আজকের ম্যাচটি প্রতিশোধের ম্যাচ হয়ে দাঁড়িয়ে সাকিব-রিয়াদদের জন্য। এছাড়াও ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে।
আজকের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বে ওয়ানডে অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্তর দলে জায়গা ধরে রেখেছেন।
পাশাপাশি ওয়ানডে অভিষেক হয়েছে স্পিনার নাজমুল ইসলাম অপু এবং একাদশে ফিরেছেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।
বাংলাদেশের একাদশঃ লিটন দাস, ইমরুল কায়েস , সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ