আবু ধাবিতে ফিরবেন পুরনো সৌম্য?
ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দলের প্রতিকূল পরিস্থিতিতে দেশ থেকে উড়িয়ে নেয়া হয়েছে সৌম্য সরকারকে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচটিতে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে সৌম্য সরকারের।
দলের এমন ক্রান্তিকালে তাঁর সামনে সুযোগ নেই সেখানকার কন্ডিশন এবং গরমের সাথে নিজেকে মানিয়ে নেয়ার। মানসিকভাবে শক্ত থেকেই দলের ওপেনিং পজিশনের দায়িত্ব সামাল দিতে হতে পারে এই ২৫ বছর বয়সী ওপেনারকে।
এমন পরিস্থিতিতে দলের বিপদে একাদশে জায়গা পাকা করে ফেলার সুযোগ হাতছানি দিচ্ছে তাঁর সামনে। দলের চতুর্থ ম্যাচ হলেও নিজের প্রথম ম্যাচ ভেবেই মাঠে নামবেন তিনি।

আর আফগানিস্তানের বিপক্ষে একটা ইনিংসই পারে বাংলাদেশ দলে সৌম্যর জায়গা ফিরিয়ে দিতে। বাঁহাতি এই ওপেনারও চাইবেন হারানো সৌম্যকে আবু ধাবিতে ফিরে পেতে।
হয়তো জাতীয় দলের দুয়ার আবারও খুলে যাওয়ার জন্য এটাই বড় সুযোগ তার সামনে। এশিয়া কাপের পর রয়েছে জিম্বাবুয়ে সিরিজ। ইনজুরিতে থাকা তামিম ইকবালের সেই সিরিজে থাকার সম্ভাবনা খুবই অল্প।
তাই এশিয়া কাপের হাতে থাকা বাকি দুই ম্যাচই হয়তো বড় সুযোগ তার সামনে। কারণ একটা বড় ইনিংসই পারবে তাঁর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে। পাশাপাশি ওপেনিং পজিশনে তার স্থানটাও আবার পাকাপোক্ত করে দিতে।
দেশ ছাড়ার আগে সৌম্য জানিয়েছিলেন, সফরের মাঝপথে তার সামনে সুযোগ নেই সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার। মানসিক ভাবে শক্ত করেই মাঠে নামবেন তিনি।
হয়তো আবু ধাবিতেই সৌম্য ফিরে পারেন পুরনো সৌম্যকে। তবে সেটার জন্য তাকে দিতে হবে মাঠের পাশাপাশি কন্ডিশন, গরম এবং দৃঢ় মানসিকতার পরীক্ষা। এমন প্রতিকূল পরিস্থিতিকে চ্যালেঞ্জিং জানিয়ে সৌম্যর বক্তব্য,
'অবশ্যই, চ্যালেঞ্জিং তো সবসময়ই। যেহেতু নতুন একটা ওয়েদারে যাচ্ছি আবার সফরের ঠিক মাঝামাঝি অবস্থায়। সুতরাং যত দ্রুত পারা যায়, মানিয়ে নিতে হবে। আর কোন উপায়ও নেই, মানিয়ে নেয়া ছাড়া। নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে, ধরে নিতে হবে সব ঠিক আছে।'
জাতীয় দলে সুযোগ পাওয়ার পরই ব্যাট হাতে ঝলক দেখিয়েছিলেন সৌম্য। দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ছিলেন দুর্দান্ত। এরপর অবশ্য নিজেকে হারিয়ে ফেলেন সৌম্য সরকার। মাঝে বেশ কয়েকবার দল থেকে বাদও পড়তে হয়েছে তাকে। প্রায় ১১ মাস পর ফের সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে। হয়তো ১১ মাসের এই আক্ষেপ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই কাটিয়ে উঠতে চাইবেন তিনি।