সুযোগ হাতছাড়া করেছে লিটন-শান্তঃ আকরাম

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ওপেনিংয়ে লিটন দাস ও নাজমুল হাসান শান্ত ব্যর্থ। তাদের ব্যর্থতাতেই এশিয়া কাপের দলে ডাকা হয়েছে দুই অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। লিটন-শান্ত সুযোগ হাতছাড়া করেছেন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
‘আমরা কিন্তু এসব বিষয় চিন্তা করেই একজন ব্যাকআপ খেলোয়াড় নিয়ে এসেছি। যাদের আমরা ব্যাকআপ হিসেবে নিয়ে এসেছি। ওরা ভালো খেলোয়াড়। ওদের দারুণ সুযোগ ছিল। লিটন ছিল, শান্ত ছিল। ওরা দুইটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। কিন্তু ওখানে ওরা রান করতে পারেনি। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের এমন পরিকল্পনা নিতে হয়েছে।’

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। এরপর খেলেছেন শেষ চারের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে। দুই ম্যাচে শান্তর রান ১৪। আর লিটন দাস একের পর এক সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছেন।
আফগানদের বিপক্ষে ৬ রানের পর শেষ ম্যাচে ভারতের বিপক্ষে করেছেন ৭ রান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তামিম ইকবাল-লিটন দাসের উদ্বোধনী জুটি ভাঙে ১ রানে।
লিটন আউট হয়েছিলেন রান তোলার আগেই। আর সেই কারণেই জরুরী তলব করা হয়েছে সৌম্য ইমরুলদের। দল একজন ওপেনারের কথা বললেও বিসিবি দুইজনকে পাঠাচ্ছে ঝুঁকি না নিয়ে।
‘তামিম ইনজুরিতে পড়ার কারণে ওপেনিংয়ে নড়বড়ে অবস্থা। দু’টি ম্যাচে ওপেনিংয়ে ভালো পারফরম্যান্স পাইনি। টিম ম্যানেজমেন্ট একজন ওপেনারের কথা বলেছে। আমরা ঝুঁকি না নিয়ে দু’জন ওপেনারকে নিয়ে আসছি। টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড প্রধানের সঙ্গে আলোচনা করে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে আনছি।'