নিজেদের নিয়েই চিন্তিত সাকিব

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আসরে এখন পর্যন্ত দুর্দান্ত খেলেছে রশিদ খানের আফগানিস্তান। গ্রুপ পর্বের দুটো ম্যাচেই জয় পেয়েছে তারা। হারিয়েছে শ্রীলংকা এবং বাংলাদেশের মতো শক্তিশালী দলকে।
এরপরে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকেও সহজে জিততে দেয়নি তারা। একেবারে শেষ ওভারে জয় পেয়েছে পাকিস্তান। নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে আফগানিস্তানের। তবে এখনো আফগানদের থেকে নিজেদের এগিয়ে রাখছেন টাইগার সহ অধিনায়ক সাকিব আল হাসান।

'মোমেন্টামের দিক থেকে চিন্তা করলে আফগানিস্তান আসরে বেশি ভাল খেলেছে এখন পর্যন্ত। আমি বিশ্বাস করি যে আমরা ওদের থেকে ভাল দল, আমাদের সেভাবেই পারফর্ম করা উচিত।
'তবে ওদের সাথে আমরা বেশি জিতেছি, বড় দলের সাথে ওদের থেকে আমরা বেশি জিতেছি। র্যাঙ্কিংয়ে আমরা ওদের চেয়ে বড় দল।'; আফগানদের সঙ্গে ম্যাচের আগের দিন জানাচ্ছিলেন সাকিব।
এদিকে আফগানিস্তানের যাত্রা সুন্দর হলেও বাংলাদেশ দলের যাত্রা এতোটা সুন্দর নয়। গ্রুপ পর্বেই আফগানিস্তানের কাছে হেরেছে তারা। সুপার ফোরে প্রথম ম্যাচে ভারতের কাছেও হেরেছে।
সাকিবের মতে, আফগানদের পারফর্মেন্স না দেখে নিজেদের পারফর্মেন্সের দিকে নজর দেওয়াই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। 'বিষয়টা এতো গভীরে নিয়ে চিন্তা করা উচিত না। আমার কাছে মনে হয় আমাদের নিজেদের খেলাটাই খেলা উচিত।
'অন্য দলের সাথে কে কেমন খেলছে, এসব চিন্তা করা উচিত বলে আমার মনে হয়না। আমাদের লক্ষ্য হছে নিজেদের কাজ ঠিকভাবে করা। নিজেদের দিনে পৃথিবীর যেকোনো দলকে আমরা হারাতে পারি, বিশেষ করে ওয়ানডেতে।'