ইমরুল-সৌম্যর খেলা নিশ্চিত নাঃ সাকিব

ছবি: সৌম্য সরকার ও ইমরুল কায়েস

|| ডেস্ক রিপোর্ট ||
টুর্নামেন্টের মাঝ পথেই আরব আমিরাতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই বিশেষজ্ঞ ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। তবে এই দুজন আফগানদের বিপক্ষে শেষ চারের দ্বিতীয় ম্যাচে খেলবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত নন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, "আমার পক্ষে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া ঠিক হবে না। আর যারা আসছে তারা খেলবে কিনা এটাও তো নিশ্চিত না!"

শেষ চারের প্রথম ম্যাচে বাংলাদেশ দল তখন ভারতের স্পিন সামলানোয় ব্যস্ত। রবীন্দ্র জাদেজা, যুযবেন্দ্র চাহাল, কুলদিপ যাদবরা ব্যস্ত ত্রিমুখী স্পিন আক্রমণে। তখন বাংলাদেশের মিডিয়ায় ব্রেকিং নিউজ হয়ে আসে এশিয়া কাপের দলে ইমরুল-সৌম্যর ডাক পাওয়ার খবর।
হুট করে দলে ডাক পাওয়ায় বেশ অবাক হয়েছিলেন এই দুই ক্রিকেটারও। এমন সিদ্ধন্ত এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) খুব কমই নিতে দেখা গেছে। সাকিব মনে করেন দলের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
"এটা আসলে সচরাচর হয় না। কিন্তু দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।"
সাকিব জানিয়েছেন সবাই যখন ব্যর্থ হচ্ছে তখন কারোর না কারোর উপর ভরসা রাখতেই হবে। এই অল রাউন্ডারের বিশ্বাস সৌম্য-ইমরুলরা এই প্রত্যাশার প্রতিদান দিতে পারবেন।
"এখন তো ভরসা করা উচিত কারো উপরে। আশা করি আমাদের ভরসা তারা ডেলিভার করতে পারবে।"