একটি ইনিংস ছাড়া কেউই ভাল করিনিঃ সাকিব

ছবি: বাংলাদেশ দল

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকার বিপক্ষে মুশফিকুর রহিমের ১৪৪ রানের ইনিংসটি ছাড়া এশিয়া কাপের আসরে ভাল কোন ইনিংস খেলেনি টাইগাররা, মনে করছেন ওয়ানডে দলের সহ অধিনায়ক সাকিব আল হাসান।
যদিও সেই ম্যাচে মোহাম্মদ মিথুনের ৬৩ রানের দারুণ একটি ইনিংস রয়েছে, তবে আসরের বাকী দুই ম্যাচে একেবারেই ব্যর্থ ছিল টাইগার ব্যাটসম্যানরা। এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এদিক টায় উন্নতির সুযোগ দেখছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়।

ম্যাচের আগের দিন গণমাধ্যমের সামনে জানান, 'আমাদের ভাল ব্যাটিং করতে হবে। এখনো আমরা ভাল ব্যাটিং করিনি। সত্যি বলতে শ্রীলংকার সাথে একজনের ইনিংসেই ভাল হয়েছে, বাকীরা ভাল করতে পারিনি।
'ব্যাটিংয়ের দিক থেকে চিন্তা করলে তিন ম্যাচে আমরা ভাল ক্রিকেট খেলতে পারি নি। এই জায়গায় আমাদের অনেক বেশি উন্নতির সুযোগ আছে। টপ অর্ডার, মিডেল অর্ডার বা লোয়ার অর্ডার না, আমাদের সব জায়গাতেই উন্নতির সুযোগ আছে।'
এদিকে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় আসরে ভাল অবস্থানে নেই বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে হারলেই আসর থেকে বিদায় নিতে হবে তাদের। তারপরেও ফাইনাল খেলতে বদ্ধ পরিকর সাকিব।
'এরকম অবস্থায় আমরা আগেও পড়েছি। সহজ হবে না এরকম অবস্থায় ভাল করা। তারপরেও আমরা আগে এই ধরণের অবস্থাতেও ভাল করেছি। আমাদের চেষ্টা থাকবে স্বাভাবিক ক্রিকেট খেলা। আমার মনে হয় না হওয়ার (ফাইনালে না যাওয়া) মতো কোনও অবস্থায় আছি আমরা।'