promotional_ad

সৌম্য-ইমরুলদের নিয়ে পরীক্ষা চালাবে বাংলাদেশ?

সৌম্য সরকার ও ইমরুল কায়েস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


এশিয়া কাপে শেষ চারে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল। ফলে বাকি দুই ম্যাচে জিতে এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ। এই কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে আসতে পারে বড় চমক।


ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ভরাডুবির কারণে দেশ থেকে আরব আমিরাতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই বিশেষজ্ঞ ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে।


শেষ দুই ম্যাচেই বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেনি দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটি যোগ করতে পেরেছিল মাত্র ১৫ রান।


লিটন দাস ৬ রান করে আউট হওয়ার পর অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত আউট হয়েছিলেন ৭ রান করে। আর ভারতের বিপক্ষেও শেষ চারের প্রথম ম্যাচে এই দুজনে যোগ করেন ১৫ রান। লিটনের ৭ রানের সাথে,৭ রান করে আউট হয়েছিলেন শান্তও।


promotional_ad

ফলে, শেষ চারের গুরুত্বপূর্ণ ম্যাচে শান্তর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে লিটন অবশ্য শেষ বারের মতো একটি সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে লিটনের সাথে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। তামিম ইকবালের অবর্তমানে উড়ন্ত সূচনার জন্য এই ওপেনারের দারস্থ হতে পারে বাংলাদেশ দল।


যদিও আফগানদের বিপক্ষে অতীত পারফর্মেন্স তার হয়ে কথা বলছে না। ৪ ম্যাচ খেলে মোটে ১৪.৭৫ গড়ে ৫৯ রান করেছেন সৌম্য। আফগানিস্তানের বিপক্ষে ১ টি ম্যাচে খেলার অভিজ্ঞতা আছে ইমরুল কায়েসেরও।


সেই ম্যাচে ৩৭ রান করে আউট হয়েছিলেন তিনি। চলতি বছর বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ না খেললেও গত বছর নিয়মিতই রান করেছেন তিনি। ২৫ ম্যাচে করেছিলেন ১২৫ রান। সর্বোচ্চ ৬৮। এমন পারফর্মেন্স ইমরুলকে একাদশে জায়গা করেও দিতে পারে।


তবে একসাথে সৌম্য ও ইমরুলের খেলার সম্ভাবনা অনেকাংশেই কম। ওপেনিং পজিশন ছাড়া বাংলাদেশের একাদশে আর কোনো পরিবর্তনের আভাষ নেই। যথারীতি ওয়ান ডাউনে সাকিব আল হাসান খেলবেন।


আর মিডেল অর্ডারে বরাবরের মতো ভরসা থাকবে অভিজ্ঞ মুশফিকুর রহীমের উপর। তাকে সঙ্গ দিবেন মিথুন আলী। আর লোয়ার মিডেল অর্ডারে মাহমুদুল্লাহ, মোসাদ্দেকের সাথে থাকবেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে তিনি ৪২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন।


যদিও বল হাতেই তাকে মূল কাজটা করতে হবে। বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন অধিনায়ক মাশরাফি। তার সঙ্গে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও পেসার রুবেল হোসেন।


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): সৌম্য সরকার / ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মিথুন আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball