promotional_ad

আর কোন উপায় নেইঃ সৌম্য

ছবি - ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলমান এশিয়া কাপের মাঝপথে দলের সাথে যোগ দিতে হচ্ছে ওপেনার সৌম্য সরকারকে। সফরের মাঝপথে আচমকা সুযোগ পাওয়া সৌম্যর জন্য অপ্রত্যাশিত ছিল। 


এই মুহূর্তে মানসিকভাবে শক্ত থেকে মানিয়ে নেয়া ছাড়া আর কোন উপায় দেখছেন না এই বাঁহাতি ওপেনার। শনিবার দেশ ছাড়ার আগে সৌম্য বলেন,


'অবশ্যই, চ্যালেঞ্জিং তো সবসময়ই। যেহেতু নতুন একটা ওয়েদারে যাচ্ছি আবার সফরের ঠিক মাঝামাঝি অবস্থায়। সুতরাং যত দ্রুত পারা যায়, মানিয়ে নিতে হবে। আর কোন উপায়ও নেই, মানিয়ে নেয়া ছাড়া। নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে, ধরে নিতে হবে সব ঠিক আছে।'


promotional_ad

সুপার ফোরের প্রথম ম্যাচে হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচে খেলবে বাংলাদেশ। দলের ক্রান্তিকালে নিজের ওপর বাড়তি চাপ না নিয়ে ম্যাচটিতে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ হিসেবে দেখতে চান ২৫ বছর বয়সী এই ওপেনার।


'আমি যদি সেভাবে চিন্তা করি, তাহলে আমার উপর আরও বেশি চাপ সৃষ্টি হবে। আমি যাচ্ছি যেহেতু, আমাকে ম্যাচটা টুর্নামেন্টে আমার প্রথম ম্যাচ হিসেবে চিন্তা করতে হবে। সেভাবেই শুরু করব। 


'আমি যদি অনেক কিছু চিন্তা করি, তাহলে আমি নিজেই বেশি চাপে পড়ব, মাথায় সেই জিনিস গুলোই বেশি ঘুরপাক খাবে। তাই ম্যাচটিকে টুর্নামেন্টে আমার প্রথম ম্যাচ হিসেবে খেলার চেষ্টা করব।'


আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে হাররের পর আবারো সুপার ফোরে তাদের বিপক্ষে রবিবার মাঠে নামবে বাংলাদেশ দল। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততে হবে টাইগারদের।


আর বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের শক্তি বাড়াতেই আরব আমিরাতের উদ্দেশ্যে শনিবার বিকালে দেশ ছাড়ছেন সৌম্য সরকার এবং ইমরুল কায়েস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball