বাংলাদেশের ম্যাচের আগে শাস্তি পেলেন রশিদ-আজগর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে জরিমানা গুনতে হল আফগানিস্তানের অধিনায়ক আসগার আফগান এবং সহ অধিনায়ক রশিদ খানকে।
এই দুজনের পাশাপাশি পাকিস্তানের পেসারকে হাসান আলিকেও জরিমানা করা হয়েছে। আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী লেভেল ওয়ান ধাঁরা ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের।

সেই সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে এই তিন জনের নামের পাশে। এই নিয়ে দ্বিতীয় বার আফগান দলপতির নামের পাশে ডিমেরিট পয়েন্ট যুক্ত হল।
২০১৭ সালে আরও একবার ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। আইসিসির ধাঁরা ২.১.১ অনুযায়ী অখেলোয়াড় সুলভ আচরণ, অকথ্য ভাষা ব্যবহার করলেই শাস্তির আওতায় নেয়া হবে ক্রিকেটারদের।
ইনিংসের ৩৩তম ওভারে আফগান ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদীর দিকে বল ইচ্ছে করে ছুঁড়ে মারেন বোলার হাসান আলি। আজগরকে জরিমানা করা হয় হাসান আলির সঙ্গে অখেলয়ার সুলভ আচরণ করার জন্য।
অন্যদিকে রশিদ খানকে জরিমানা করা হয়েছে আরেক কারণে। পাকিস্তানের ইনিংসের ৪৭ তম ওভারে ব্যাটসম্যান আসিফ আলিকে আউট করার পর তার দিকে আঙ্গুল দেখান এই স্পিনার।
ম্যাচ শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে তিন ক্রিকেটারই তাদের ভুল শিকার করে নেন। যেকারণে ম্যাচ রেফারি তাদেরকে এই জরিমানা করেন।