সুযোগ শেষ লিটন-শান্তর?

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ফরম্যাটে ওপেন করার সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগাতে পারেন নি উইকেট রক্ষক লিটন কুমার দাস। এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে করেছেন মাত্র ১৩ রান।
তামিম ইকবালের অনুপস্থিতিতে ব্যাটিংয়ের দায়িত্বটা যেখানে নেয়ার কথা ছিল এই ডানহাতি ব্যাটসম্যানের সেখানে উল্টো ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি।

আর ওয়ানডে ফরম্যাটে ১৫ ইনিংসে লিটনের গড় মাত্র ১২.৭১, মোট রান করেছেন মাত্র ১৭৮। যেকারণে পরের ম্যাচে ডানহাতি ব্যাটসম্যানের একাদশে থাকা নিয়ে রয়ে যাচ্ছে সংশয়।
সেই সঙ্গে আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত অনভিজ্ঞ হলেও নিজেকে প্রমান করতে ব্যর্থ হয়েছেন। পর পর দুই ম্যাচে বাজে শট খেলে আউট হয়েছেন তিনি।
সেই সঙ্গে তাকেও আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে সুযোগ নাও দিতে পারে টিম ম্যানেজম্যান্ট। তাই হয়তো নিজেকে প্রমান করার শেষ সুযোগটাকেও হারিয়ে ফেলেছেন তিনি।
এদিকে দলের সঙ্গে যোগ দিতে শনিবার দেশ ছাড়বেন দুই অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার এবং ইমরুল কায়েস। ধারনা করা হচ্ছে এই দুজনকেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশে দেখা যাবে।
আর সেটা হলে নিজেদের শেষ সুযোগটি হয়তো হারিয়ে ফেলেছেন লিটন এবং শান্ত। এখন দেখার বিষয় টিম ম্যানেজম্যান্ট শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়।