promotional_ad

কন্ডিশনের পরীক্ষায় পাস করবেন তো ইমরুল-সৌম্য?

ছবি - ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপ শুরুর প্রায় পাঁচ-সাত দিন আগে অংশগ্রহণকারী সবদল গিয়ে সেখানে পৌঁছেছিল। আগে ভাগে সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আরব আমিরাত বা দুবাইয়ের কন্ডিশন এবং সেখানকার গরমের সাথে নিজেদের মানিয়ে নেয়া।


বাংলাদেশ দলও সেখানে গিয়েছে টুর্নামেন্ট শুরুর প্রায় সপ্তাহ খানেক আগেই। প্রচন্ড গরমের কারণে সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াটা বড় কঠিন ব্যাপার সবার কাছেই।


কিন্তু শুক্রবার সন্ধ্যায় হুট করেই খবর চলে আসে ইমরুল কায়েস এবং সৌম্য সরকারকে দুবাই পাঠানো হচ্ছে এশিয়া কাপের জন্য। তামিম ইকবালের ইনজুরি তাকে ছিটকে দিয়েছে এশিয়া কাপ থেকে।


promotional_ad

নতুন উদ্বোধনী জুটি নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস মিলে পর পর দুই ম্যাচে ব্যর্থতার প্রমান দিয়েছেন। যেকারণে অভিজ্ঞদের দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছে টাইগার টিম ম্যানেজম্যান্ট।


কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হুট করে দলের সঙ্গে যোগ দেয়া এই দুই ওপেনার দুবাই-আবু ধাবির কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবেন তো? দেশ ছাড়ার আগে দুই ক্রিকেটারই চার দিনের ম্যাচ খেলছিলেন ঘরের মাঠে।


সেখান থেকে হুট করেই আবার তাদের যেতে হচ্ছে দুবাই। সাধারণত লংগার ভার্সন ম্যাচ খেললে পেশী শিথিল হতে সময় লাগে। আজ ও কাল রাত জার্নি করেই কাটবে তাদের।


এরপর সেখানে পৌঁছে ভ্রমনক্লান্তি কাটিয়ে উঠতে না উঠতেই আফগানিস্তানের বিপক্ষে হয়তো খেলতে হতে পারে তাদের। এতো সব কিছুর চ্যালেঞ্জ একবারে নিতে পারবেন নাকি তারা দুইজন এই ব্যাপারেও থেকে যাচ্ছে সংশয়। 


তার উপর ৪০ থেকে ৪৩ ডিগ্রী গরমে হুট করে খেলার কাজটা যে কোন সহজ কথা নয় সেটাও ভালো ভাবেই জানা আছে সবার। এখন দেখার বিষয় ইমরুল এবং সৌম্য মিলে গরম এবং কন্ডিশনের চ্যালেঞ্জকে হারাতে পারেন নাকি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball