মাশরাফিদের প্রমাণ করার সময় এখনইঃ দাসগুপ্তা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পর পর দুই ম্যাচে হেরে আত্মবিশ্বাসের দিক দিয়ে কিছুটা হলেও পিছিয়ে পরেছে বাংলাদেশ দল। সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে ফাইনালে যাওয়ার পথটা কঠিন করে ফেলেছে মাশরাফি।
তবে এখনও সুযোগ আছে তাদের সামনে। হাতে থাকা দুই ম্যাচের দুটিতেই জিতলে ফাইনালে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ দল।

সেই সঙ্গে ব্যাটিংয়ের শক্তি বাড়াতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ইমরুল কায়েস এবং সৌম্য সরকার। আর ভারতের সাবেক ক্রিকেটার দিপ দাস গুপ্তা মনে করেন চলমান এশিয়া কাপে বাংলাদেশকে এখন অনেক কিছু প্রমান করতে হবে।
'বাংলাদেশের কিছু বিষয় প্রমাণ করতে হবে। তারা তাঁদের স্কোয়াডে নতুন খেলোয়াড় যোগ করেছে। এখন দেখার বিষয় যে সৌম্য সরকার এবং ইমরুল কায়েসকে খেলে কিনা।'
সুপার ফোরের প্রথম ম্যাচে হারার পাশাপাশি গ্রুপ পর্বের শেষ ম্যাচেও আফগানিস্তানের কাছে ব্যর্থতার পরিচয় দিয়েছে মাশরাফিরা। আসরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা।
এদিকে সুপার ফোরের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে স্বরূপে ফিরে আসতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ দল। রবিবার আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন সাকিব-মাশরাফিরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। একাদশে জায়গা হতে পারে স্কোয়াডে যোগ দেয়া দুই ক্রিকেটার সৌম্য এবং ইমরুলের। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।