সৌম্য-ইমরুল আসছে, মাশরাফি জানতেন তো?

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকারের এশিয়া কাপ স্কোয়াডে নতুন করে যোগ দিতে যাওয়া ব্যাপারটি বেশ অবাক করেছে টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজাকে। নীতিনির্ধারক ও অধিনায়কের সাথে পরস্পর ভুল বোঝাবুঝি স্পষ্ট প্রতিমেয়।
বাংলাদেশ দল তখন ভারতের স্পিন সামলানোয় ব্যস্ত। রবীন্দ্র জাদেজা, যুগেন্দ্র চাহাল, কুলদিপ যাদবরা ব্যস্ত ত্রিমুখী স্পিন আক্রমণে। উইকেটে ছিলেন মাশরাফি বিন মর্তুজা এবং মেহেদী হাসান মিরাজ।

এটা তো আরব আমিরাতের খবর, আর বাংলাদেশের মিডিয়ায় তখন ব্রেকিং নিউজ; এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডের সাথে যোগ দিতে শনিবার সন্ধ্যায় আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন দুই বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস।
'দেখেন যারা আসছে, তারাও কিন্তু এভাবেই দল থেকে ছিটকে পড়েছে। আর যারা আসছে তাদের নিয়ে আমি এখনো নিশ্চিত না, আলোচনা হয়নি। বিষয়টি এখনো পরিস্কার না।,' ম্যাচ শেষে স্কোয়াডে যোগ দিতে যাওয়া এই দুই ক্রিকেটার নিয়ে এভাবেই মন্তব্য করেন মাশরাফি।
আবার এই দু'জন দলের সঙ্গে যোগ দেয়ায় ওপেনিং সমস্যার সমাধান দেখছেন না তিনি। কঠিন কন্ডিশনে ইতিমধ্যে মানিয়ে নেয়া ব্যাটসম্যানরাই রানের দেখা পাচ্ছেন না, সেখানে গত দুই দিন ধরে খুলনার মাঠে চারদিনের ম্যাচে ব্যস্ত থাকা সৌম্য- ইমরুলে প্রত্যাশা বেশি নেই অধিনায়কের।
'ওরা কিন্তু এভাবেই পারফর্ম না করেই দল থেকে বের হয়েছে। আর এই কন্ডিশনে এমন চাপের মধ্যে তারা দলে ফিরছে। আমি জানি না ওরা টেকনিক্যালি কি কাজ করেছে। যেই সমস্যা গুলোর কারণে টিমের বাইরে গিয়েছে, সেই সমস্যা তারা ঠিক করে আসছে কিনা, এমন টুর্নামেন্টে এইসব কিন্তু ম্যাটার করবে।
'আর বিশেষ করে আপনি আফগানিস্তানের ম্যাচ যদি চিন্তা করেন, তাদের আরও কঠিন বোলার মোকাবেলা করতে হবে। এটা নিশ্চিত, কারো জন্যই এটা সহজ হবে না। যারা আছে তাদের জন্যও সহজ হচ্ছে না, যারা আসছে তাদের জন্যও না।'