promotional_ad

জাদেজার স্মরণীয় প্রত্যাবর্তন

রবীন্দ্র জাদেজা
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সময়ের হিসেবে এক বছরেরও কয়েক মাস পরে ভারতের ওয়ানডে দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আগে নিয়মিতই ভারতীয় দলে খেলতেন তিনি।


কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল হারের পরে ভারতের ওয়ানডে দল থেকে বাদ পরে যান তিনি। এরপরে আর ফিরতে পারেননি। বলা উচিত, তাকে ফিরায় নি দল।


টেস্টে হয়তো ফিরেছেন আরও আগেই, কিন্তু রঙিন পোশাকে তার উপরে আস্থা হারিয়েছিল বোর্ড। মূলত রিষ্ট স্পিনারদের প্রতি ভারতের অতিরিক্ত ভরসায় দলে ফেরা হচ্ছিল না জাদেজার।



promotional_ad

এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন না শুরু থেকে; ভাগ্য খুলেছে পেস অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া ইনজুরিতে পরায়। এরপরে দলে ফিরেই বাংলাদেশের বিপক্ষে বাজিমাত করলেন তিনি।   


দশ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে তুলে নিয়েছেন চারটি উইকেট। টাইগারদের হেরে যাওয়া এই ম্যাচ শেষে তাই দারুণ উচ্ছ্বসিত জাদেজা। আনুষ্ঠানিকতায় বলেছেন,


'আমি অনেক খুশি দীর্ঘদিন পরে খেলতে পেরে। আমি যখনই সুযোগ পাই, তখনই নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করি। অবশেষে আজ দলের জয়ে ভাল খেলতে পারলাম বলে ভাল লাগছে।'


আর এতগুলো উইকেট পাওয়ার পেছনে কৃতিত্ব দিচ্ছেন দলের দুই রিষ্ট স্পিনার কুলদিপ যাদব এবং যুবেন্দ্র চাহালকে। সামনের ম্যাচগুলোতেও ভাল খেলতে মুখিয়ে আছেন তিনি 



'কুলদিপ এবং চাহাল ব্যাটসম্যানদের চাপে ফেলেছে, তাই আমার জন্য উইকেট নেয়াটা সহজ ছিল। সব ম্যাচেই আমার আরও ভাল খেলা উচিত। আমি পাকিস্তানের বিপক্ষে এবং সামনের যেকোনো ম্যাচে ভাল খেলার প্রস্তুতি নিচ্ছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball