ব্যাটিং সহায়ক উইকেটেও আমরা ব্যর্থঃ মাশরাফি

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
অল্প রান স্কোরবোর্ডে তুলে অনেকটা প্রত্যাশিত ভাবেই ম্যাচটি হেরেছে টাইগাররা। আর ম্যাচ শেষে কোনো অজুহাত দেননি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার কথাই স্মরণ করিয়ে দিলেন তিনি।
'শুরু থেকে নিয়মিতই উইকেট হারিয়েছি আমরা। আজ আমাদের ব্যর্থতা বেশি ছিল। ব্যাট করার জন্য উইকেটটি খারাপ ছিল না। ২৫০-২৬০ রানের মতো করা যেতো, কিন্তু আমরা উইকেট হারিয়েছি।

'এমনকি দ্রুত কয়েকটি উইকেট যাওয়ার পরেও ২৬০-২৭০ রান করা যেতো। আসলে ১৭০ রান করলে বোলারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। টানা দুই ম্যাচে ব্যর্থতা ভাল কিছু নয়।'
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণীতে এমনটাই জানিয়েছেন টাইগার দলপতি। মূলত ৬৫ রানের মধ্যে পাঁচটি ও ১০১ রানের মধ্যে সাতটি উইকেট হারিয়ে এই ম্যাচে কখনোই সম্ভাবনাময় রানের পথে ছিল না বাংলাদেশ।
২৩ই সেপ্টেম্বর আবারো আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। সেই ম্যাচের আগে ব্যাটসম্যানদের একটু মনোযোগী হওয়ার নির্দেশ মাশরাফির। যেন রশিদ-মুজিবদের বলে আবারো কোনো ধ্বস না আসে।
'পরের ম্যাচে কঠিন বোলিং আক্রমণের বিপক্ষে আমরা। আমাদের সেখানে ভাল ব্যাট করতে হবে।'