ধোনির কাছেই হেরে গিয়েছেন সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে মাত্র ১৭ রানে আউট হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিবের আউট হওয়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি।
মূলত ধোনির কৌশলের কাছেই হার মানতে হয়েছে সাকিবকে। রবীন্দ্র জাদেজার করা সেই ওভারের দ্বিতীয় বলটি মিড অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়েছিলেন সাকিব। এরপরের বলটি আবারও স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সুইপ করে মাঠের বাইরে পাঠিয়েছিলেন এই অলরাউন্ডার।

এরপরেই মূল চালটি চালেন ধোনি। অধিনায়ক রোহিত শর্মাকে স্কয়ার লেগে একজন ফিল্ডার দাঁড় করানোর পরামর্শ দেন তিনি। এরপরেই ভুল পথে পা বাড়ান সাকিব। জাদেজার করা চতুর্থ বলটি সুইপ করতে গিয়ে ধাওয়ানের হাতে স্কয়ার লেগে ধরা পড়েন টাইগার সহ অধিনায়ক।
অফসাইডের বাইরের বলটি না খেললেও পারতেন সাকিব। প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দেয়ার জন্য আক্রমণাত্মক খেলতে গিয়েছিলেন তিনি। আর সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য।
উল্লেখ্য এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। টসে হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই লিটন কুমার দাসকে ফিরিয়ে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ভুবনেশ্বর কুমার।
এরপর ষষ্ঠ ওভারে বোলিং এসে টাইগারদের শিবিরে দ্বিতীয় আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ। দারুণ একটি ফ্লাইট ডেলিভারিতে স্লিপে শিখর ধাওয়ানের হাতে শান্তকে ক্যাচ বানান এই পেসার।