পরিবর্তন নিয়ে মাঠে নামছে দুই দলই
ছবি: বাংলাদেশ

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে আজকের সুপার ফোরের ম্যাচে যে কয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ শিবিরে সেটি আগেই ধারণা করা যাচ্ছিল।
কেননা আফগানিস্তানের কাছে ভরাডুবির পর একাদশের শক্তি বৃদ্ধির পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। আর সেই কারণেই আজ দলে ফেরান হয়েছে পেসার মুস্তাফিজুর রহমান এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে।
আর মুস্তাফিজ দলে ফেরায় বাদ পড়তে হয়েছে আবু হায়দার রনিকে। অপরদিকে মুশফিক আসায় বাদ পড়েছেন মমিনুল হক সৌরভ। তবে ওপেনিংয়ে গতকালের মত আজও লিটনের সঙ্গী থাকছে তরুণ নাজমুল হোসেন শান্ত।

এদিকে ভারতীয় একাদশে এসেছে একটি পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে ইনজুরিতে আক্রান্ত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পরিবর্তে আজ দলে এসেছেন রবীন্দ্র জাদেজা।
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ভারত একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান,আম্বাতি রাইয়ুডু, দীনেশ কার্ত্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।