promotional_ad

দুবাইয়ের মাঠে ব্যাটিংয়ে বাংলাদেশ

মাশরাফি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। 


এরই মধ্যে অবশ্য হাইভোল্টেজ এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলপতি রোহিত শর্মা। 


এর আগে গতকাল আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৩৬ রানের ব্যবধানে পরাজিত হতে হয়েছে মাশরাফিদের। সুতরাং আত্মবিশ্বাসে কিছুটা ভাটা পড়েছে তাদের। 



promotional_ad

মুদ্রার উল্টো পিঠ অবশ্য ভারতীয় শিবিরে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সর্বশেষ ম্যাচে ৮ উইকেটে হারিয়েছে তারা। যেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ের এই মাঠেই। সবমিলিয়ে তাই বলা যায় রোহিত শর্মাদের পরাজিত করতে হলে নিজেদের সর্বোচ্চ দিয়েই আজ খেলতে হবে টাইগারদের।   


বাংলাদেশ স্কোয়াডঃ


লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।


ভারত স্কোয়াডঃ



রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনিশ পাণ্ডে, কেদার জাদভ, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball