ফিটনেস পরীক্ষায় ব্যর্থ মোহাম্মদ শহীদ

ছবি: মোহাম্মদ শহীদ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি বছরের জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) খেলা হচ্ছে না জাতীয় দলের পেসার মোহাম্মদ শহীদের। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার কারণেই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তিনি।
এই বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। আসন্ন এনসিএলে প্রথমবারের মতো ফিটনেস পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিসিবি। এরই ধারাবাহিকতায় পরীক্ষা নেয়া হয়েছে শহীদেরও। কিন্তু এখানে ১২তে মাত্র ৭.৬ নম্বর পেয়েছেন এই পেসার। যেখানে পাস নম্বর ছিল ৯।

ফলে এনসিএলে খেলার জন্য বিবেচিত হচ্ছেন না তিনি। এই প্রসঙ্গে সেই বিসিবি কর্মকর্তা বলেছেন, 'সে মাত্র ৭.৬ নম্বর তুলতে পেরেছে, সুতরাং আমরা তাঁকে টুর্নামেন্টের জন্য বিবেচনায় আনছি না।'
অবশ্য টুর্নামেন্টে খেলার আশা এখনই পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না শহীদের। এনসিএলে খেলতে হলে দ্বিতীয় ফিটনেস পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে তাঁকে।
আর সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কয়েকদিনের মধ্যেই বলে নিশ্চিত করেছেন বোর্ডের এই কর্মকর্তা। তিনি বলেন, 'সে (শহীদ) ফিরে আসতে পারে যদি না দ্বিতীয় ফিটনেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে পারে। আর এই ফিটনেস পরীক্ষাটি কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে।'
উল্লেখ্য ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন ২৯ বছর বয়সী শহীদ। এরপর বিপিএল ২০১৭ তে ঢাকা ডাইনামাইটসের হয়ে দারুণ পারফর্ম করেন তিনি। তবে সেই আসরেই ইনজুরির কবলে পরে টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছিল তাঁর।