promotional_ad

চার পেসার নাকি দুই স্পিনার?

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য বিশ্রাম দেয়া হয়েছিল উইকেট রক্ষক মুশফিকুর রহিম আর মুস্তাফিজুর রহমানকে। তবে দুজনই শুক্রবার ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরছেন।


মুশফিক ফেরার কারণে একাদশ থেকে জায়গা হারাতে পারেন অভিজ্ঞ মমিনুল হক। তবে টিম ম্যানেজম্যান্ট যদি অভিজ্ঞতার কারণে মমিনুলকে দলে রাখতে চায় তাহলে ওপেনিং পজিশনে লিটনের সঙ্গে দেখা যাবেনা আগের ম্যাচে অভিষিক্ত নাজমুল হোসেন শান্তকে।


সেটা হলে লিটনের সঙ্গে ওপেন করবেন মিথুন আলি। অথবা ডানহাতি বামহাতি কম্বিনেশন চিন্তা করলে ওপেনে শান্তর জায়গায় লিটনের সঙ্গে দেখা যেতে পারে মমিনুল হককে।


promotional_ad

অন্যদিকে মুস্তাফিজের ফেরায় কপাল পুড়তে পারে আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা পেসার আবু হায়দার রনির। তবে ভারত যেহেতু স্পিনের বিপক্ষে ভালো তাই মেহেদি হাসান মিরাজের পরিবর্তে একাদশে জায়গা ধরেও রাখতে পারেন রনি।


এখন টিম ম্যানেজম্যান্টের ভাবনার কারন হতে পারে এটাই যে ভারতের বিপক্ষে দুই স্পিনার নিয়ে খেলবেন নাকি চার পেসার একাদশে রেখে খেলতে নামতে চাইবেন মাশরাফি। 


যদি মিরাজকে বসিয়ে রনিকে খেলানো হয় তাহলেও বড় অসুবিধা হওয়ার কথা নয় বাংলাদেশ দলের। কারন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেনকে দিয়ে দশ ওভারের কোটা পূরণ করতে পারবেন কাপ্তান।


গুরুত্বপূর্ণ এই ম্যাচে মিডেল অর্ডারে বাংলাদেশ দলের দায়িত্ব সামাল দেয়ার জন্য থাকবেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম, মিথুন আলি, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তরুন মোসাদ্দেক হোসেন।


আর বোলিংয়ের দায়িত্ব ভার সামাল দিতে স্পিনার সাকিবের সঙ্গে থাকছেন কাপ্তান মাশরাফি, রুবেল এবং মুস্তাফিজ। মিরাজ এবং রনির মধ্যে কে থাকছেন একাদশে সেটা এখনও নিশ্চিত নয়।


বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মিথুন আলি, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ/ মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball