ভুবেনশ্বরের পরীক্ষা দিতে হচ্ছে না বাংলাদেশকে?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আজ (শুক্রবার) বাংলাদেশের বিপক্ষে না খেলার সম্ভাবনা রয়েছে ভারতীয় ডানহাতি পেসার ভুবেনশ্বর কুমার। আরব আমিরাতের তীব্র গরমে গ্রুপ পর্বে পর পর দুই ম্যাচ খেলেছেন এই বাঁহাতি পেসার। তাই আজকের ম্যাচে তাঁকে বিশ্রাম দিতে পারে ভারতীয় দলের নির্বাচকরা।
এদিকে হংকংয়ের বিপক্ষে তেমন প্রভাব ফেলতে না পারলেও এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন ভুবি। ম্যাচের শুরুতেই পাকিস্তানের দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এই পেসার।
৭ ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু আরব আমিরাতের গরমে টানা ম্যাচ খেলা এক প্রকার অসম্ভব। পাশাপাশি ভারতীয় শিবিরে চলছে ইনজুরিতে পড়ে বাড়ি ফেরার মিছিল। সেই ভয়েই হয়ত ভুবেনশ্বর কুমারকে বিশ্রাম দিবে ভারতীয়রা।

বুধবার পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েছেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কোমরের ইনজুরিতে তাঁর এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র।
এছাড়া ভারতীয় স্কোয়াডে থাকা আরও দুই ক্রিকেটার স্পিনার অক্ষর পেটেল এবং পেসার শার্দূল ঠাকুরও ইনজুরিতে পড়েছেন। হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে দলে যোগ দিচ্ছেন অলরাউন্ডার দিপক চাহার।
আর অক্ষরের বদলি হিসেবে ১ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। এছাড়া শার্দূল ঠাকুরের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার সিদ্ধার্থ কউল। যিনি দুই দিন আগেও ভারতীয় দলের সঙ্গে ছিলেন নেট বোলার হিসেবে।
এদিকে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং পেসার মুস্তাফিজুর রহমানকে আফগানিস্তানের ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল। তাঁদের দুই জনের পরিবর্তে টাইগার ওয়ানডে দলে অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং পেসার আবু হায়দার রনির।
তবে আজকের ম্যাচে দেখা যাবে গত ম্যাচে বিশ্রামে থাকা এই দুই ক্রিকেটারকে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় দুবাইয়ে মুখোমুখি হবে এই দুই দল।