promotional_ad

এক রশিদেই বাজিমাত আফগানদের

রশিদ খান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিনের পর দিন যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছেন আফগান লেগি রশিদ খান। বোলিং ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাজেহাল করে উল্লাসে মেতে ওঠা বর্তমানে তাঁর নিত্য দিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। 


তবে এবার এক ভিন্ন রশিদকেই দেখা গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অলরাউন্ডারের ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন রশিদ। টাইগারদের বিপক্ষে শুরুতে ব্যাট হাতে খেলেছেন মাত্র ৩২ বলে ৫৭ রানের হার না মানা একটি ইনিংস।



promotional_ad

এর মাধ্যমেই মাশরাফিদের কাছ থেকে ম্যাচটি নাগালের অনেকটা বাইরে নিয়ে গিয়েছিলেন তিনি। কেননা রশিদ এই ইনিংসটি না খেললে কখনোই ২৫৫ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করতে পারতো না আফগানরা। 


১৬০ রানের মাথায় যখন ৭টি উইকেট নেই আফগানদের, ঠিক তখনই গুলবাদিন নাইবকে সাথে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন রশিদ খান। অবশ্য এরপরেও এই রান তাড়া করে জয় সম্ভব ছিল বাংলাদেশের পক্ষে। কিন্তু এখানেও সেই হন্তারকের ভূমিকা পালন করেছেন রশিদ।


৯ ওভার বোলিং করে মোটে ১৩ রান খরচ করে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট দুটি তুলে নিয়েছেন তিনি। এমনকি আবু হায়দার রনির রান আউটটিও এসেছে তাঁরই থ্রোতে। এক কথায় আদর্শ অলরাউন্ড পারফর্মেন্সের ব্যাখ্যা এক ম্যাচ দিয়েই বিশ্ববাসিকে দেখিয়ে দিলেন রশিদ খান। ম্যাচ সেরার পুরষ্কারটি তাই অবধারিতভাবেই তাঁর হাতে উঠেছে।   



বলা যায়  শেষ পর্যন্ত এক রশিদের কাছেই আবারও পরাজিত হতে হল বাংলাদেশকে। ১৩৬ রানের শোচনীয় এই পরাজয় যে টাইগারদের দুঃসহ এক স্মৃতি হিসেবেই গণ্য হবে তা বলাই বাহুল্য। 


উল্লেখ্য বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৪টি ওয়ানডেতে মোট ৯ টি উইকেট শিকার করেছেন রশিদ খান। যেখানে তাঁর ইকোনমি রেট মাত্র ৩.১৭।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball