টাইগারদের চাপে ফেলতেই বোলিংয়ে দেরিতে রশিদ

ছবি: রশিদ খান

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ব্যাট এবং বল হাতে দারুণ অলরাউন্ড পারফর্মেন্স উপহার দিয়েছেন আফগান লেগি রশিদ খান। নিজের ২০তম জন্মদিনের দিন বলা যায় নিজেকে নতুন করে চিনিয়েছেন 'ব্যাটসম্যান' রশিদ। মাত্র ৩২ বলে ৫৭ রানের দারুণ একটি ইনিংস খেলে আফগানদের ২৫৫ রানের লড়াকু পুঁজি এনে দেয়ার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি।
এরপর বল হাতে ৯ ওভার হাত ঘুরিয়ে ৩টি মেডেন সহ মাত্র ১৩ রান খরচায় ২ উইকেট তুলে নেন বিশ্বখ্যাত এই লেগ স্পিনার। দারুণ এই পারফর্মেন্সের পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত রশিদ। ম্যাচ সেরার পুরষ্কার হাতে নিয়ে তিনি বলেছেন,

'আমি আসলেই অনেক খুশি আমার পারফর্মেন্সে এবং সবথেকে সেরা ব্যাপার হল আমি ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই পারফর্ম করেছি। আমার শেষ অবধি পর্যন্ত মূল ফোকাস ছিল ব্যাটিংয়ের দিকে এবং আমি মনে করি আমাদের প্রস্তুতি ভাল হয়েছে টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলার জন্য।'
বাংলাদেশ ইনিংসের ২২তম ওভারে বোলিংয়ে এসেছিলেন রশিদ খান। মূলত ডট বল দেয়ার মাধ্যমে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে ফেলার কারণেই নাকি এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানিয়েছেন সদ্য ২০ বছর বয়সে পা দেয়া এই ক্রিকেটার,
'আমাদের ফিল্ডিং দুর্দান্ত ছিল এবং কন্ডিশন ছিল আসলেই অনেক কঠিন। আমরা আমাদের ফিল্ডিং নিয়ে কাজ করে যাচ্ছি, আমরা এই দিকটিতে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। আমি দেরিতে বোলিংয়ে এসেছিলাম কারণ ডট বল দেয়া এবং উইকেট নেয়ার মাধ্যমে চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম। আপনি এই ধরণের পিচে দুই ধরণের ক্রিকেটারের ওপর আস্থা রাখতে পারেন না।'
এদিকে আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করার জন্য নিজের ম্যাচ সেরার পুরষ্কারটি প্রাক্তন বোর্ড চেয়ারম্যান আতিফ মাশালকে উৎসর্গ করেছেন রশিদ। তাঁর ভাষ্যমতে, 'আমি আমার এই পুরষ্কারটি আমাদের প্রাক্তন বোর্ড চেয়ারম্যান আতিফ মাশালকে উৎসর্গ করতে চাই যিনি আমাদের জন্য অসাধারণ কাজ করে গিয়েছেন গত দুই বছর ধরে।'