promotional_ad

ষোল আনা সুবিধা নিচ্ছে ভারত

ভারতীয় দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবারের এশিয়া কাপের সূচি এমনভাবে সাজিয়েছে যে টানা খেলার মধ্যেই থাকতে হচ্ছে অংশগ্রহণকারী দলগুলোকে। তবে তার থেকেও বড় সমস্যা হল টুর্নামেন্টের ভেন্যু নিয়ে।  


দেখা গেছে একদিন একটি দলের ম্যাচ আবুধাবিতে ঠিক করা হয়েছে, এরপরের দিন সেই দলটিরই ম্যাচ পরেছে দুবাইতে। এর একটি বড় উদাহরণ হল বাংলাদেশ। বৃহস্পতিবার আবুধাবিতে সূচি অনুযায়ী গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে টাইগাররা। 


শুক্রবার আবারও তাদেরকে খেলতে হবে ভারতের বিপক্ষে দুবাইতে। অর্থাৎ, এদিন সকালেই দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করতে হবে মাশরাফিদের। সেক্ষেত্রে তাদের পাড়ি দিতে হবে ১৩৯.২ কিলোমিটার।এর দুই দিন পর ২৩শে সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলতে বাংলাদেশকে আবারও ফিরতে হবে আবুধাবিতে। 


অবশ্য শুধু বাংলাদেশই নয়, ভ্রমণ জটিলতার মুখে পড়তে হচ্ছে আফগানিস্তানকেও। কেননা শুক্রবার পাকিস্তানের বিপক্ষে খেলার পর ২৩ তারিখ আবুধাবিতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। এর একদিন পর অর্থাৎ ২৫ তারিখ দুবাইয়ের মাঠে আফগানদের প্রতিপক্ষ ভারত।


অপরদিকে ভারতের বিপক্ষে বুধবার দুবাইতে বড় ব্যবধানে পাকিস্তান পরাজিত হওয়ার পর আফগানদের বিপক্ষে খেলতে এরই মধ্যে আবুধাবিতে উড়ে যেতে হয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তানকে। এই ম্যাচের পর ২৩ তারিখ আবারও তাঁদের ম্যাচ নির্ধারিত হয়েছে দুবাইয়ের মাঠে। যেখানে তাঁরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সেই ভারতকেই। 


তবে এই দিক থেকে সবথেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। কেননা তাদেরকে একটি ঘণ্টা সময়ও ব্যয় করতে হচ্ছে না ভ্রমণের জন্য! বাংলাদেশের বিপক্ষে শুক্রবার দুবাইতে খেলার পর ২৩ এবং ২৫ তারিখ একই ভেন্যুতে পাকিস্তান ও আফগানদের মুখোমুখি হবে তারা।  



promotional_ad

উল্লেখ্য এর আগে বুধবার টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগেই সুপার ফোরের সূচি নির্ধারণ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে দেখা যায় ভারতের সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে। মূলত ভ্রমণ ক্লান্তি কমাতে দুবাই থেকে আবুধাবিতে যেতে ভারত রাজি না থাকাতেই এই সিদ্ধান্ত নিয়েছিল এসিসি। 


এশিয়া কাপের সূচি (সুপার ফোর)--


২১ সেপ্টেম্বর শুক্রবার-


ভারত বনাম বাংলাদেশ (দুবাই)


পাকিস্তান বনাম আফগানিস্তান (আবুধাবি)


২৩ সেপ্টেম্বর রবিবার


ভারত বনাম পাকিস্তান (দুবাই)



বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)


২৫ সেপ্টেম্বর মঙ্গলবার


ভারত বনাম আফগানিস্তান (দুবাই)


২৬ সেপ্টেম্বর বুধবার


বাংলাদেশ বনাম পাকিস্তান (আবুধাবি)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball