promotional_ad

জিম্বাবুয়ে সিরিজেও খেলবেন না তামিম?

ছবি-ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার পাশাপাশি তামিম ইকবালকে জিমাবুয়ে সিরিজে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলে আসন্ন ওয়ানডে সিরিজে নাও খেলতে পারেন তিনি।


বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এমনটাই জানানো হয়েছে। এদিন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে দেখাতে মিরপুর গিয়েছিলেন তামিম।


চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর জানা যায়, ব্যান্ডেজ খোলার পর আরও তিন সপ্তাহ লাগবে তামিমের ঠিক হতে। তবে যদি অপারেশন করাতে হয় তাহলে আরও সময় লাগবে তার সেরে উঠতে।


promotional_ad

সব মিলিয়ে বোর্ড কর্মকর্তারা ধরেই নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না এই বাঁহাতি। তবে টেস্ট সিরিজে সেরে উঠার পর দেখা যেতে পারে তাকে। বিসিবি চিকিৎসক জানান,


তার অস্ত্রোপচার লাগবে কি লাগবে না আমরা সেটা আরেকটা এক্স-রে করানোর পরই জানতে পারবো। কিন্তু যদি অপারেশন নাও লাগে তিন সপ্তাহ পর ব্যান্ডেজ খোলা হলে আরও তিন সপ্তাহ লেগে যাবে তার সেরে উঠতে। 


সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা তাকে পাবো না হয়তো। আর অস্ত্রোপচার হলে তার সেরে উঠতে আরও সময় লাগবে। 


আগামী মাসের ১৬ তারিখ বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে দলের। এখানে এসে ওয়ানডে সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। আর টেস্ট সিরিজের আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন টেইলররা। 


ইনজুরি নিয়ে এশিয়া কাপ খেলতে যাওয়া তামিম শ্রীলংকার বিপক্ষে ম্যাচচলাকালীন সময় আঙ্গুলে চোট পান। পরবর্তীতে দেখা যায় তার হাতে চিড় ধরা পরেছে, যেকারণে এশিয়া কাপে আর খেলা হচ্ছেনা তার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball