জিম্বাবুয়ে সিরিজেও খেলবেন না তামিম?

ছবি: ছবি-ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার পাশাপাশি তামিম ইকবালকে জিমাবুয়ে সিরিজে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলে আসন্ন ওয়ানডে সিরিজে নাও খেলতে পারেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এমনটাই জানানো হয়েছে। এদিন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে দেখাতে মিরপুর গিয়েছিলেন তামিম।
চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর জানা যায়, ব্যান্ডেজ খোলার পর আরও তিন সপ্তাহ লাগবে তামিমের ঠিক হতে। তবে যদি অপারেশন করাতে হয় তাহলে আরও সময় লাগবে তার সেরে উঠতে।

সব মিলিয়ে বোর্ড কর্মকর্তারা ধরেই নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না এই বাঁহাতি। তবে টেস্ট সিরিজে সেরে উঠার পর দেখা যেতে পারে তাকে। বিসিবি চিকিৎসক জানান,
তার অস্ত্রোপচার লাগবে কি লাগবে না আমরা সেটা আরেকটা এক্স-রে করানোর পরই জানতে পারবো। কিন্তু যদি অপারেশন নাও লাগে তিন সপ্তাহ পর ব্যান্ডেজ খোলা হলে আরও তিন সপ্তাহ লেগে যাবে তার সেরে উঠতে।
সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা তাকে পাবো না হয়তো। আর অস্ত্রোপচার হলে তার সেরে উঠতে আরও সময় লাগবে।
আগামী মাসের ১৬ তারিখ বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে দলের। এখানে এসে ওয়ানডে সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। আর টেস্ট সিরিজের আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন টেইলররা।
ইনজুরি নিয়ে এশিয়া কাপ খেলতে যাওয়া তামিম শ্রীলংকার বিপক্ষে ম্যাচচলাকালীন সময় আঙ্গুলে চোট পান। পরবর্তীতে দেখা যায় তার হাতে চিড় ধরা পরেছে, যেকারণে এশিয়া কাপে আর খেলা হচ্ছেনা তার।