টাইগার একাদশে তিন পরিবর্তন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডেতে এখন পর্যন্ত পাঁচ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান। যার তিনটিতে জিতেছে টাইগাররা আর দুটিতে জয় পেয়েছে আফগানরা।
আর আফগানদের বিপক্ষে ওয়ানডেতে চতুর্থ জয় তুলে নিতে বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ দল।

আর বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হওয়া এই ম্যাচে ইতিমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানআজগার আফগান।
শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পরায় এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে তাঁর। যেকারনে নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামছে টাইগাররা।
আজকের ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। ওয়ানডে অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্ত এবং আবু হায়দার রনির আর তিন বছর পর একাদশে ফিরেছেন মমিনুল হকের।
বাংলাদেশের একাদশঃ লিটন দাস, নাজমুল ইসলাম শান্ত, সাকিব আল হাসান, মমিনুল হক, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তোজা, রুবেল হোসেন, আবু হায়দার রনি , মেহেদি হাসান মিরাজ