অভিষেকের মাহেন্দ্রক্ষণে রনি?
ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
এমনিতেই দলের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে, তারপরেও আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে বেঞ্চ পরীক্ষা করার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ দল। মূলত টাইগারদের এই ম্যাচের পরের দিনই খেলতে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। একারণেই আভাস মিলেছে, এই ম্যাচে নাও খেলতে পারেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
তাঁর বদলে একাদশে জায়গা মিলতে পারে তরুণ পেসার আবু হায়দার রনির। এখন পর্যন্ত দশটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ফেললেও ওয়ানডে বা টেস্ট ক্রিকেটের সঙ্গে পরিচিত নন রনি।

এবার যদি দেশের বাইরের গুরুত্বপূর্ণ মঞ্চে সুযোগ মিলে রনির, সেটা তাঁর জন্য হবে দারুণ কিছুই। ২০১৫ সালে বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে পরিচিতি পান বাঁহাতি এই পেসার। সেবার কুমিল্লাকে চ্যাম্পিয়ন করতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
খেলেছিলেন মোট ১২ ম্যাচ, সাতের নিচে ইকোনমি রেটে (৬.৯১) উইকেট শিকার করেছিলেন ২১ টি। তাঁর এই দারুণ পারফর্মেন্সই আলোচনায় নিয়ে আসে তাঁকে। এরপরের বিপিএল আসরে অবশ্য নতুন দলে খেলেছিলেন রনি।
বরিশাল বুলসের হয়ে খুব বেশি আলো ছড়াতে পারেননি রনি। সাত ম্যাচ খেলার সুযোগ পেয়ে নিয়েছিলেন চার উইকেট। পরের আসরে আবারো নতুন দলে খেলেছেন রনি। মাশরাফি, মুশফিকের পর সাকিবের অধীনে খেলার সুযোগ মিলে তাঁর।
ঢাকা ডায়নামাইটস দলে আবারও প্রতিভার জানান দেন রনি। ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়ে ঢাকা ডায়নামাইটসকে আসরের রানার্স-আপ করতে দারুণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
জাতীয় দলে ডাক পেয়েছিলেন অবশ্য ২০১৬ সালের জানুয়ারিতেই, তবে টি-টুয়েন্টিতে দলে জায়গা পেলেও এখনো ওয়ানডে বা টেস্ট দলে ডাক পাননি তিনি। আজই আসতে পারে রনির সেই মাহেন্দ্রক্ষণ, জাতীয় দলে ওয়ানডে অভিষেক হওয়ার জোরালো সম্ভাবনা তাঁর।