তিন উইকেটের অপেক্ষায় মাশরাফি

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে মাত্র তিন উইকেট নিলেই প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে আড়াইশো উইকেট নেয়ার গৌরব অর্জন করবেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তোজা।
এশিয়া কাপ শুরুর আগে ২৪৫ উইকেটের মালিক ছিলেন তিনি। শ্রীলংকার বিপক্ষে ২ উইকেট নিয়ে ২৫০'র আরেকটু কাছে চলে গিয়েছেন এই ডানহাতি পেসার।
তবে আফগানদের বিপক্ষে এই রেকর্ডে নাম লেখাতে ব্যর্থ হলেও সুপার ফোর আরও ৩টি ম্যাচ পাবে বাংলাদেশ দল। তাই এশিয়া কাপেই ২৫০ উইকেট ছুঁয়ে ফেলার সুযোগ থাকছে তাঁর সামনে।

এখন পর্যন্ত ১৯১টি ওয়ানডে খেলে ২৪৭ উইকেটের মালিক মাশরাফি। যেখানে ৩০.৮৭ গড়ে ৪.৭৮ ইকোনমি রেটে সেরা ফিগার ২৬ রান দিয়ে ৬ উইকেট।
এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারও তিনি। তার পর ২৩৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান।
লড়াইটা মূলত এখন সাকিব আর মাশরাফির মধ্যেই। কে আগে দ্রুত ২৫০'র ক্লাবে প্রবেশ করতে পারেন। এই দুজন ছাড়া তৃতীয় বাংলাদেশী হিসেবে ২০৭ উইকেট নিয়ে এই ক্লাবে আছেন স্পিনার আব্দুর রাজ্জাক।
এদিকে টাইগার অধিনায়ক মাশরাফির সামনে সুযোগ রয়েছে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারকে পেছনে ফেলার সুযোগ। আর তিন উইকেট নিলেই শোয়েবকে ছাড়িয়ে যাবেন তিনি।
এছাড়াও ২৫০ উইকেট নিলে কপিল দেব, জিমি অ্যান্ডারসন, অ্যালেন ডোনাল্ডদের ক্লাবে প্রবেশ করবেন মাশরাফি। ২৫৩ উইকেট নেয়া কপিল দেবের জন্য হুমকি এখন মাশরাফি।