নিজেদের মত খেলুক শান্ত-লিটনঃ মাশরাফি
ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে তামিম ইকবালের এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে নতুন উদ্বোধনী জুটি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। ১৩ ওয়ানডে খেলা লিটন দাসের সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারেন তরুন নাজমুল হোসেন শান্তকে।
আর নতুন এই জুটিকে যদি আফগানিস্তানের বিপক্ষে দেখা যায় তাহলে তাদেরকে কোন প্রকার চাপ দিতে নারাজ টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। এই দুজনকে তাদের স্বাচ্ছন্দ্য মত খেলতে দিতে চান এই দলপতি।

দুজনই ঘরোয়া লীগ এবং বিপিএলে ওপেনিংয়ে দায়িত্ব সামাল দিয়েছেন যেকারণে তাঁরা জানেন টপ অর্ডারে কিভাবে ব্যাট করতে হয়। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে টাইগার কাপ্তান বলেন
'তাদেরকে কোন প্রকার চাপ দিতে চাচ্ছিনা। তাঁরা যেভাবে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে সেভাবেই খেলতে দেয়া উচিত। আমরা কেউ তাদের কোন পরামর্শ দেইনি, তবে সাহায্য করেছি।
তাঁরা আগেও চাপের মধ্যে খেলেছে বিপিএল এবং ঢাকা লীগে আর সেখানেও তাঁরা পারফর্ম করেছে। তাঁরা যদি সেখানে ওপেনিং ব্যাটসম্যানের মানসিকতা নিয়ে খেলতে পারে তাঁরা এখানেও পারবে।'
বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, নাজমুল ইসলাম শান্ত, সাকিব আল হাসান, মমিনুল হক, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তোজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান/ আবু হায়দার রনি , মেহেদি হাসান মিরাজ