মুস্তাফিজের বিশ্রামে রনির অভিষেক?

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ এবং গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্রাম পেতে পারেন বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমান। ম্যাচের আগে দলের কোচ স্টিভ রোডসের কোথায় এমনটাই ইঙ্গিত মিলেছে।
মুস্তাফিজ বিশ্রামে গেলে ওয়ানডে অভিষেকের সম্ভাবনা রয়েছে বাঁহাতি পেসার আবু হায়দার রনির। এর আগে দেশের হয়ে ১০টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা রনি হয়তো দাড়িয়ে আছেন ওয়ানডে অভিষেকের দ্বারপ্রান্তে।
তবে মুস্তাফিজকে বিশ্রাম দেয়ার পেছনে মূল কারণ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরের দিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেকারণে ক্রিকেটারদের উপর চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্ট।

আর ম্যাচের আগে কোচ স্টিভ রোডস জানিয়েছেন, ছোট ফরম্যাটে রনির বেশ কিছু ভালো পারফর্মেন্স আছে। সেই সঙ্গে পরের রাউন্ড নিয়ে ইতিমধ্যে ছক কষা শুরু করেছেন তাঁরা।
'মুস্তাফিজ ও মাশরাফি অনেক অভিজ্ঞ বোলার। রুবেল অনেক দিন ধরে খেলছে। ছোট ফরম্যাটে রনি ভাল কিছু পারফর্মেন্স দেখিয়েছে। স্পিনারদের সবসময়ই ভাল করতে দেখে আসছি আমি।
পরের রাউন্ডে দল গুলোর সাথে কাজটা কঠিন হবে কারণ তাদের ব্যাটিং লাইন আপ দুর্দান্ত, আমরা জিততে পারব কি পারব না সেটা বলতে পারব না। কিন্তু আমরা আমদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ভারত-পাকিস্তানের মত দলকে হারানো বাংলাদেশের জন্য দারুন হবে।'
ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তাঁর পরিবর্তে ওয়ানডে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর। বিষয়টা প্রায় নিশ্চিত বলাই যায়।
তাই লিটনকে নতুন ওপেনিং সঙ্গী নিয়ে মাঠে নামতে হবে হয়তো আজ। সেই সঙ্গে সম্ভবত মুশফিককেও এই ম্যাচে বিশ্রাম দেয়া হচ্ছে। সেটা হলে মমিনুল হককে তিন বছর পর ওয়ানডে একাদশে দেখা যাবে।