পরিশ্রমী বাংলাদেশীদের মনে ধরেছে রোডসের

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
স্টিভ রোডস বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন মাস দুয়েক আগেই। আর এতো অল্প সময়ের মধ্যেই এই ইংলিশম্যান বুঝে গিয়েছেন বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী।
উইন্ডিজ সফরে এই ইংলিশম্যান দায়িত্ব নিলেও বাংলাদেশ দলের সঙ্গে আরও সময় কাটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ততটা সময় কাটাতে পারেননি এই টাইগার কোচ। তবে এরই মধ্যে বাংলাদেশের মানুষদের মনে ধরেছে তাঁর।
বাংলাদেশের মানুষজনকে তাঁর অনেক পরিশ্রমী মনে হয়েছে। আর এই ইংলিশম্যান নিজেই জানিয়ে দিলেন পরিশ্রমী মানুষ তাঁর খুব পছন্দ। সেই সঙ্গে বাংলাদেশ দলে কয়েকজন ক্রিকেটার আছেন যারা বেশি পরিশ্রমী।

'আমি বাংলাদেশে এখন পর্যন্ত যথেষ্ট সময় পার করি নি, যতটা আমি চেয়েছিলাম। ওয়েস্ট ইন্ডিজ সফরে দীর্ঘ সময় লেগেছে। আমাদের আড়াই সপ্তাহের মত ক্যাম্প হয়েছে বাংলাদেশে। যত আমি সেখানে থেকেছি, ততই বাংলাদেশের বিভিন্ন বিষয় গুলো পছন্দ করেছি আমি।
বাংলাদেশি মানুষ খুবই কঠোর পরিশ্রমী। লোকজন রিক্সা চালাচ্ছে, মহিলারা রাস্তা পরিস্কার করছে। মানুষজন এদিক ওদিক জিনিস বিক্রি করতে চাইছে। জীবন কঠিন বাংলাদেশে। আর বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী।
আর আমি বিষয়টা পছন্দ করি। কঠোর পরিশ্রম করে তাঁরা টেবিলে খাবার আনে। মাঝেমাঝে উত্থান পতন আসে, তবে তাঁরা কঠোর পরিশ্রমী। আমি সেখানে কাজ করতে পছন্দ করি। আর দলে দারুন কিছু মানুষ আছে।'
তবে রোডস আরও মনে করেন যে শুধু সাফল্যের পেছনেই ছুটলে হবেনা বাস্তবতাকেও মাথায় রাখতে হবে সবাইকে। এছাড়াও বাংলাদেশকে সাফল্য এনে দেয়ার মত দলে অনেক ক্রিকেটার আছে বলে জানান রোডস।
'হ্যাঁ অবশ্যই। স্পোর্টসের মূল কথাই হচ্ছে সফল হওয়া। আমি মনে করি বাংলাদেশ দল সাফল্যের জন্য ক্ষুধার্ত। সবাই আরও সাফল্য চায়। তবে আমাদের বাস্তবতাও মাথায় রাখতে হবে।
সফল হওয়ার সফলটা কঠিন হবে। এখন বেশ কিছু ভাল দল রয়েছে। আর আমাদের কাজটা করার জন্য সঠিক মানুষ রয়েছে বাংলাদেশ দলে। যদি কঠোর পরিশ্রম করি তাহলে সাফল্য আসবেই।'