সূচি বিড়ম্বনায় বাংলাদেশ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের সুপার ফোর আগেই নিশ্চিত হয়ে গিয়েছে বাংলাদেশ দলের। বৃহস্পতিবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন তাঁরা।
এদিকে সুপার ফোরের চার দল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ চারের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
নতুন প্রকাশিত সূচি বিড়ম্বনায় ফেলেছে মাশরাফিদের। কারন পর পর দুই দিন সেখানকার গরমে ম্যাচ খেলাটা বড় কঠিন হয়ে যাবে তাদের জন্য।

২০ তারিখ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরের দিনই ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
একই দিন আবু ধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হব??? পাকিস্তান দল। এরপর একদিন বিরতি দিয়ে ২৩ তারিখ আবারও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
একই সময় ভিন্ন ভেন্যুতে লড়বে পাকিস্তান এবং ভারত। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।
২৫ তারিখ দুবাইতে ভারত এবং আফগানিস্তান লড়বে বিকেল সাড়ে পাঁচটায়। ২৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা।
এশিয়া কাপের ফাইনালে আগে অবশ্য একদিন বিরতি পাবে দলগুলো। পরের দিন ২৮ তারিখ সুপার ফোরের সেরা দুই দল নিয়ে পর্দা নামবে এশিয়া কাপ ফাইনালের।