promotional_ad

লিটনের সঙ্গী হচ্ছেন কে?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তামিম ইকবালের ইনজুরি বড় দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্টকে। তাঁর জায়গায় ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী কে হচ্ছেন এটা ম্যাচে শুরুর আগ পর্যন্ত নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা।


তবে টিম ম্যানেজম্যান্টে যদি ডানহাতি বামহাতি কম্বিনেশনের কথা ভেবেই মাঠে নামে তাহলে লিটন দাস সঙ্গী হিসেবে পাচ্ছেন তরুন নাজমুল হোসেন শান্তকে। আর এটা হলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হচ্ছে তাঁর।


কিন্তু অভিজ্ঞতার দিক দিয়ে শান্তকে পেছনে ফেলতে পারেন অভিজ্ঞ মমিনুল হক। তবে বাঁহাতি এই ব্যাটসম্যান একাদশে সুযোগ পেলে ওপেনিংয়ে থাকবেন নাকি সেটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা।


promotional_ad

টিম ম্যানেজম্যান্ট চাইলে মমিনুলকে একাদশে রেখে মিডেল অর্ডারে তাকে পরখ করে দেখতে পারে। মমিনুল মিডেল অর্ডারে খেললে ওপেনিংয়ের জন্য দরজা খুলে যাচ্ছে আগের ম্যাচে ফিফটি হাঁকানো মোহাম্মাদ মিথুনের। 


আর মিথুন ওপেন করলে আর মমিনুল মিডেল অর্ডারে খেললে বাংলাদেশ দলের সামনে সুযোগ থাকছে আরও একজনকে লোয়ার মিডেল অর্ডারে খেলানোর। সেক্ষেত্রে ব্যাটিংয়ের শক্তি বাড়াতে একাদশে জায়গা পেতে পারেন আরিফুল হক।


ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কার্যকারী ভূমিকা রাখতে সক্ষম এই ডানহাতি ব্যাটসম্যান। তাই ধারণা করা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে অন্তত দুটি পরিবর্তন আসতে পারে। 


তবে শুধু তামিমের বদলি হিসেবে শান্তকে খেলালে একাদশে মাত্র একটি পরিবর্তন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সেক্ষেত্রে মিথুনকে মিডেল অর্ডারেই দায়িত্ব পালন করতে হবে। 


বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। 


বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, নাজমুল ইসলাম শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তোজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball