জিম্বাবুয়ে সিরিজে সিনিয়র শুন্যতা
ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে ওপেনার তামিম ইকবালের। অপারেশন না করালে সেরে উঠতে সময় লাগবে প্রায় ছয় থেকে সাত সপ্তাহের মত।
তাই আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তামিমের থাকা নিয়ে রয়েছে শঙ্কা। তামিমের পাশাপাশি সাকিব আল হাসান এই এশিয়া কাপ শেষে আঙ্গুলের অস্ত্রোপচার করাবেন।
সম্ভবত জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না এই অলরাউন্ডার। মুশফিক পাজরের ইনজুরি নিয়ে খেলবেন নাকি সেটা নিশ্চিত নয়। তাই ধারণা করা হচ্ছে আসন্ন সিরিজে বিশ্রাম পাচ্ছেন তাঁরা।

তবে এতো ইনজুরি থাকা সত্ত্বেও দেশের জন্য খেলে যাচ্ছেন যারা তাদের দেশের প্রতি ভালোবাসা অনেক। দুবাই থেকে দেশে ফিরে তামিম জানান,
'দেখেন, জিম্বাবুয়ে সিরিজ এখনো এক মাসের মত বাকি, আপনি এখনি কিছু নিশ্চিত করে বলতে পারবেন না কার কি অবস্থা থাকে। কিন্তু এশিয়া কাপে এত ইনজুরি নিয়ে তাঁরা যেভাবে খেলছে, এটাই প্রমান করে তাঁরা কতটুক ডেডিকেটেড।'
এদিকে তামিম ইকবাল আশাবাদী এই ইনজুরি নিয়ে আরও একটি সেঞ্চুরি হাঁকাবেন মুশফিক। আর তামিম আরও মনে করেন, কোন ক্রিকেটার খেলতে নামলে তাঁর মাথায় থাকেনা যে তাঁর ইনজুরি সমস্যা আছে।
'দেখুন মুশফিক ইনজুরি নিয়ে ১৪০ রান করেছে। আশা করি সে ইনজুরি নিয়ে আরেকটি শতক করবে। অনেক দিন থেকে সাকিবের হাতের ইনজুরি রয়েছে আমরা জানি। এই ইনজুরি নিয়ে সে ওয়েস্ট ইন্ডিজে পারফর্ম করেছে।
সুতরাং আমি এতটুকু বলতে পারি যে সবারই কম বেশি ব্যাথা থাক। যখন একজন খেলোয়াড় মাঠে নামে খেলতে সবকিছু মাথায় নিয়ে এবং বিসর্জন দিয়েই কিন্তু নামে।
আমি জানি মুশফিক বা সাকিবের ইনজুরিটি কি। তবে ওরা যা করছে তাতে এটাই প্রমাণিত হয় যে ওরা কতটুকু নিবেদিত তাঁদের দায়িত্ব এবং জাতির প্রতি।'