প্রথম বিভাগ ক্রিকেটের দলবদলের দিনক্ষণ নির্ধারণ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) মঙ্গলবার প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে বৈঠক করেছে। আর সেখানে সিদ্ধান্ত নিয়েছে প্রথম বিভাগ ক্রিকেট গড়াবে আগামী মাসের শেষে।
আর আসন্ন প্রথম বিভাগ ক্রিকেটের জন্য ক্রিকেটারদের দলবদল শুরু হবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। জানা গিয়েছে, অক্টোবরের ৮-৯ তারিখ হবে প্লেয়ারদের দলবদল।

প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেয় ২০টি ক্লাব। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ক্লাবগুলো। গতবছরের প্রথম বিভাগ ক্রিকেট এই নিয়মেই মাঠে গড়িয়েছিল।
প্রতিদিন পাঁচটি করে ম্যাচ মাঠে গড়ায়। গত আসরে মোট পাঁচটি ভেন্যুতে খেলা হয়েছিল বিধায় ধারনা করা হচ্ছে এবারও অনুষ্ঠিত হবে পাঁচটি ভেন্যুতে।
তবে প্রয়োজনে নতুন ভেন্যুও যোগ করা হতে পারে। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও আউটার মাঠ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে হবে লিগের ম্যাচ।
গেল বছর প্রথম বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল শাইনপুকুর। আর রানার্স আপ হয়েছিল অগ্রণী ব্যাংক। প্রত্যেক বছর প্রথম বিভাগ ক্রিকেট থেকে দুটি করে দল ঢাকা প্রিমিয়ার লীগে জায়গা করে নেয়।