promotional_ad

প্রথম বিভাগ ক্রিকেটের দলবদলের দিনক্ষণ নির্ধারণ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) মঙ্গলবার প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে বৈঠক করেছে। আর সেখানে সিদ্ধান্ত নিয়েছে প্রথম বিভাগ ক্রিকেট গড়াবে আগামী মাসের শেষে।


আর আসন্ন প্রথম বিভাগ ক্রিকেটের জন্য ক্রিকেটারদের দলবদল  শুরু হবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। জানা গিয়েছে, অক্টোবরের ৮-৯ তারিখ হবে প্লেয়ারদের দলবদল। 


promotional_ad

প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেয় ২০টি ক্লাব। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ক্লাবগুলো। গতবছরের প্রথম বিভাগ ক্রিকেট এই নিয়মেই মাঠে গড়িয়েছিল। 


প্রতিদিন পাঁচটি করে ম্যাচ মাঠে গড়ায়। গত আসরে মোট পাঁচটি ভেন্যুতে খেলা হয়েছিল বিধায় ধারনা করা হচ্ছে এবারও অনুষ্ঠিত হবে পাঁচটি ভেন্যুতে। 


তবে প্রয়োজনে নতুন ভেন্যুও যোগ করা হতে পারে। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও আউটার মাঠ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে হবে লিগের ম্যাচ। 


গেল বছর প্রথম বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল শাইনপুকুর। আর রানার্স আপ হয়েছিল অগ্রণী ব্যাংক। প্রত্যেক বছর প্রথম বিভাগ ক্রিকেট থেকে দুটি করে দল ঢাকা প্রিমিয়ার লীগে জায়গা করে নেয়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball