মধ্য ওভারের সেরা দল বাংলাদেশ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ ক্রিকেট বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ইনিংসের মধ্য ওভার গুলোতে সবচেয়ে বেশী ডট বল করেছে আফগানিস্তানের বোলাররা। মোট ৫৫ শতাংশ ডট বল করতে সক্ষম হয়েছে দলটি।
এমনকি সোমবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচেও একই চিত্র দেখা গিয়েছে। লঙ্কানরা ৪১ ওভারে অল আউট হলেও মাঝের দিকে আফগান বোলাররা দাপুটের সাথে বোলিং করেই তাদের ব্যাকফুটে ঠেলে দেয় তাদের।

অবশ্য মিডেল ওভারে সবচেয়ে বেশী ডট বল করার দিক দিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের বোলাররাও। ২০১৫ বিশ্বকাপের পর মোট ৪৯ শতাংশ ডট বল করেছেন টাইগার বোলাররা।
বাংলাদেশের সমান শতাংশ ডট বল করেছে আরও তিনটি দল। এরা হল দক্ষিন আফ্রিকা, পাকিস্তান এবং ভারত। এই তালিকার সেরা পাঁচ দলের মধ্যে চার দলই উপমহাদেশের।
বাংলাদেশের পর ৪৮ শতাংশ ডট বল করতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ৪৭ শতাংশ ডট বল করে অষ্টম স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
আর প্রথম দল হিসেবে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া লঙ্কানদের অবস্থান তালিকার নয় নম্বরে ৪৬ শতাংশ নিয়ে। সবচেয়ে অবাক করার বিষয় হল ইংলিশরা মাত্র ৪৫ শতাংশ ডট বল করেছে বিশ্বকাপের পর। তালিকায় সবার তলানিতে অবস্থান করছে ইয়ন মরগানের দল।
বিশ্ব ক্রিকেটের সবদলেই এক দুইজন করে লেগ স্পিনার রয়েছেন যাদের দিয়ে তাঁরা মাঝের ওভার গুলোতে রান আটকাতে সক্ষম হন। কিন্তু বাংলাদেশে কোন লেগ স্পিনার না থাকা সত্ত্বেও সাকিবের মত ফিঙ্গার স্পিনারকে দিয়েই বেশী সফলতা পেয়েছে টাইগাররা।