অলরাউন্ড পারফর্মেন্সের ফলাফল এই জয়

ছবি: আফগানিস্তান দল

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ পারফর্মেন্স দেখিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই লঙ্কানদের পরাস্ত করেছে তারা।
দারুণ এই জয়ের পর আফগান অধিনায়ক আসগর আফগান কৃতিত্ব দিয়েছেন দলের সকল সদস্যদেরকেই। লঙ্কানদের বিপক্ষে ২৪৯ রানে অলআউট হয়ে যাওয়ার পরেও আফগান দলপতি মনে করছেন ব্যাটিংয়ে পরিকল্পনা সবাই ঠিক মতোই কাজে লাগাতে পেরেছে। আসগর বলেন,

'প্রতিটি ব্যাটসম্যানই তাঁদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে। আমরা জুটির কথাই বলছি মূলত। আমাদের ফিল্ডারদেরকেও কৃতিত্ব দিতে হবে, তারা ভাল করেছে।'
এই ম্যাচে বল হাতে অসাধারণ খেলেছেন রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমানেরা। পাশাপাশি মাঠের দর্শকদের কাছ থেকেও ভাল সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন আফগান অধিনায়ক। তাঁর ভাষায়,
'আপনি যখন ক্রিকেট জেতার জন্য খেলবেন, তখন আপনাকে ইতিবাচক খেলতে হবে। আমাদের স্পিনার, ব্যাটসম্যান এবং বোলাররা ভাল করেছে। আমি দর্শকদেরকেও ধন্যবাদ জানাতে চাই তাঁদের সমর্থনের জন্য'।
উল্লেখ্য সোমবার শ্রীলঙ্কাকে অলরাউন্ড পারফর্মেন্সের মাধ্যমে ৯১ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। আর এই জয়ে লঙ্কানদের এশিয়া কাপ থেক???ই বিদায় করে দিয়েছে উদীয়মান দলটি।