শ্রীলঙ্কার এশিয়া কাপ শেষ

ছবি: আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দল

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে লঙ্কানরা ৯১ রানের ব্যবধানে হেরেছে আফগানদের বিপক্ষে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানের ব্যবধানে হারে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।
শ্রীলঙ্কা গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান।এই ম্যাচে আফগানিস্তানের দেয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা গুড়িয়ে গেছে মাত্র ১৫৮ রানে।
শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। তারা স্কোরবোর্ডে রান তোলার আগেই হারিয়েছে ওপেনার কুশাল মেন্ডিসকে। তিনি ০ রান করে মুজিব উর রহমানের বলে আউট হয়েছেন।
উপুল থারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা প্রাথমিক বিপর্যয় সামাল দেন। এই দুজনে যোগ করেন ৫৪ রান। ধনঞ্জয়া ২৩ রান করে রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। এরপরই শুরু হয় লঙ্কান ব্যাটসম্যানদের আসা যাওয়া।

তারা দলীয় ৮৮ রানের মধ্যে আরও ২ ব্যাটসম্যানকে হারায়। কুশাল পেরেরা ১৭ ও উপুল থারাঙ্গা ফিরে যান ৩৬ রান করে। শিহান জয়াসুরিয়া ও লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউসও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।
জয়াসুরিয়া ১৪ ও ম্যাথিউস ২২ রান করে আউট হলে বড় হারের শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা। শেষ দিকে থিসারা পেরেরা হারের ব্যবধান কমালেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। থিসারা ফিরেছেন ২৮ রান করে।
এরপর পরই শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় রানে। আফগানিস্তানের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান, গুলবদন নাইব, মোহাম্মদ নবী ও রশিদ খান।
এর আগে, ওপেনিং অর্ধশতরানের জুটির সাথে মিডেল অর্ডারে রহমত শাহর দুর্দান্ত ব্যাটিংয়ে আগে ব্যাট করে ২৪৯ সংগ্রহ করে আফগানিস্তান ক্রিকেট দল। দুবাইয়ে এদিন আফগানিস্তান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
মোহাম্মদ শেহজাদ এবং ইহসানুল্লাহ ওপেনিং জুটিতে ৫৭ রান যোগ করেন। শেহজাদ ৪৭ বলে ৩৪ রানে ফিরে গেলে রহমতকে নিয়ে ইহসানুল্লাহ ৫০ রানের জুটি গড়েন। রহমত ৯০ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন।
৬৫ বলে ৪৫ করেন ইহসানুল্লাহ। অধিনায়ক আসগর আফগান ৫ বলে ১ করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে আফগানরা। হাসমাতুল্লাহ শাহিদী ৫২ বলে ৩৭ করে ফেরেন। শেষদিকে রশিদ খান করেন ৬ বলে ১৩ রান করে আউট হলে আফগানিস্তানের স্কোর আর বেশি দূর আগায়নি।
তারা নির্ধারিত ৫০ ওভারে অল আউট হয় ২৪৯ রান করে। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বল করা লাসিথ মালিঙ্গা উইকেটের দেখা পান নবম ওভারে এসে। বল হাতে এদিন খুব খরুচে ছিলেন তিনি। ১০ ওভারে শেষ পর্যন্ত ৬৬ রান দিয়ে মোহাম্মদ নবির উইকেট নেন তিনি।
তাছাড়া, অকিলা ধনঞ্জয়া ১০ ওভারে ৩৯ রান দিয়ে নেন ২ উইকেট। দুশমন্ত চামিরা ৪৩ রান দিয়ে নেন এক উইকেট। লঙ্কান পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা ৯ ওভারে ৫৫ রান দিয়ে নেন ৫ উইকেট।