'আফগানিস্তানের সাথে জিতব, জেতা উচিত'

ছবি: বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের কাছে টি-টুয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে নিজেদের পরবর্তী ম্যাচটি সেই আফগান দলের বিপক্ষেই খেলতে নামবে টাইগাররা।
তবে অতো বেশি আলো ছড়াবে না ম্যাচটি, বরঞ্চ সহজেই জিতে যেতে পারে বাংলাদেশ; এমনটা মনে করছেন বাংলাদেশ মহিলা দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। ম্যাচটিতে চ্যালেঞ্জের কিছুই দেখছেন না তিনি।

'আমি ৫০ ওভারের খেলায় আফগানিস্তানের বিপক্ষে ওতটা চ্যালেঞ্জের কিছু দেখি না। টি-টুয়েন্টিতে হতে পারে, কিন্তু ৫০ ওভারের ম্যাচে ধরে খেলার ব্যাপার থাকে। আর আমাদের ৫০ ওভার খেলার মত ব্যাটিং সামর্থ্য আছে।
রশিদ খান-মুজিব উর রহমানদের মতো কয়েকজন বোলারকে একটু দেখে শুনে খেললেই আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন দেশের ক্রিকেটের এই অভিভাবক।
'আফগানিস্তানের দুই একজন বোলার আছে যাদের বিপক্ষে আমরা খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারব না। যদি নাও খেলি, তারপরও বাকি বোলারদের কাছ থেকে আমরা যথেষ্ট রান আদায় করে নিতে পারব।
'আর যেহেতু টি-টুয়েন্টির মত তাড়াহুড়ার কোন ব্যাপার নেই এখানে, তাই আমি ওতটা ভীতসন্ত্রস্ত না। আমার ধারনা আমরা আফগানিস্তানের সাথে জিতব, জেতা উচিত।'