বিপিএলেও দুঃসংবাদ শুনলেন সাব্বির
ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিসিবি থেকে ছয় মাসের নিষেধাজ্ঞার পরে বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) দুঃসংবাদ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের 'ব্যাড বয়' খ্যাত ক্রিকেটার সাব্বির রহমান। আসন্ন বিপিএলে 'এ প্লাস' ক্যাটাগরিতে জায়গা মেলেনি তার।
একইসঙ্গে টাইগার ওপেনার সৌম্য সরকারকেও রাখা হয়নি 'এ প্লাস' ক্যাটাগরিতে। বরঞ্চ এদের জায়গায় 'এ প্লাস' ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান।

মূলত অফফর্মের কারণেই 'এ প্লাস' ক্যাটাগরি থেকে ছিটকে পড়েছেন সাব্বির-সৌম্য। 'এ প্লাস' ক্যাটাগরিতে থাকা বাকী ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
উল্লেখ্য, প্রতিবারই বিপিএলে আইকন ক্রিকেটার রাখা হয়, কিন্তু এবার আইকন ক্রিকেটার থাকছে না। বরঞ্চ রাখা হচ্ছে ক্যাটাগরি সিস্টেম। ক্রিকেটারদের এবার মোট সাতটি ক্যাটাগরিতে রাখা হচ্ছে।
এগুলো হচ্ছে এ প্লাস, এ, বি, সি, ডি, ই। এছাড়া আগামী অক্টোবরের ২৫ তারিখে বিপিএলের প্লেয়ার ড্রাফ্টের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে আছেন এটা তার আগেই জানা যাবে।